সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগড় থেকে লাউ রপ্তানি হচ্ছে দেশের বিভিন্ন হাট বাজারে

ঈদগড় থেকে লাউ রপ্তানি হচ্ছে দেশের বিভিন্ন হাট বাজারে

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2022/03/Laow-kamal-18-3-22.webp?resize=600%2C337&ssl=1

কামাল শিশির; রামু:

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় থেকে লাউ রপ্তানি হচ্ছে দেশের বিভিন্ন হাট বাজারে। প্রতিদিনই রপ্তানি হচ্ছে লাউ।

ঈদগড়ের ঠান্ডা ঝিরি, হাসনাকাটা, চরপাড়া, বরইচর, বার্মাপাড়াসহ আরো বিভিন্ন এলাকায় ব্যাপকহারে চাষিরা লাউয়ের চাষ করেছেন। তাহারা এলাকার চাহিদা মিটিয়ে বাকি লাউ গুলো রপ্তানি করছেন বলে জানান চাষি বড়বিল চরপাড়া এলাকার মোকতার আহমদ ও রাশেল। লাউ চাষিরা বলতে গেলে মহা খুশি।

অপরদিকে ঈদগড় থেকে লাউ ক্রয় করে দেশের বিভিন্ন হাট বাজারে বিক্রি করে খুবই লাভবান হচ্ছে বলে জানান ব্যবসায়ী মোজাহের আহমদ।

সে বিগত কয়েক বছর ধরে ঈদগড় থেকে বিভিন্ন সবজি ক্রয় করে বিভিন্ন হাট বাজারে বিক্রি করে আসছে।

শুধু মোজাহের নয় আরো অনেকেই লাউ সহ নানা সবজি ঈদগড় থেকে ক্রয় করে বিভিন্ন হাট বাজারে বিক্রি করে নিজেদের সংসারের খরচ যোগাচ্ছেন।

বিশেষ করে প্রতি শুক্রবার ও সোমবার বিভিন্ন এলাকা থেকে সবজি কিনতে ঈদগড়ে আসেন পাইকারি ব্যবসায়ীরা।

এলাকার চাহিদা মিটিয়ে বাহিরে রপ্তানি করার পরও অনেক সবজি হিমাগার না থাকায় পঁচে যায়। তাই ঈদগড়ে হিমাগার স্থাপন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন চাষিরা।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

রামুতে তরমুজের দাম চডা :হিমশিম খাচ্ছে ক্রেতারা

  কামাল শিশির; রামু :কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন স্থানে পবিত্র মাহে রমজানের শুরুতে বিভিন্ন এলাকায় ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/