সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / উখিয়ায় চার বছরের শিশু ফকিরের বাড়িতে মানুষের ভীড়

উখিয়ায় চার বছরের শিশু ফকিরের বাড়িতে মানুষের ভীড়

উখিয়ায় চার বছরের শিশু ফকিরের বাড়িতে মানুষের ভীড়

হুমায়ুন কবির জুশান, উখিয়া :

উখিয়াতে একের পর ফকিরের আবির্ভাব ঘটেছে। এক ফকিরের কেরামতি শেষ হতে না হতেই অন্য ফকিরের আর্বিভাব যেন নিত্য-নৈমিত্তিক ব্যাপার হয়ে দাড়িঁয়েছে। সমপ্রতি মরিচ্যা গণি চেয়ারম্যানের স্ত্রী ঝাঁড়-ফুকুর করে মানুষের ভীড় জমিয়ে চিকিত্সা করলেও এখন তা আর দেখা যাচ্ছে না।

তারই আগে ডিগলিয়া পালং গ্রামে পুতু ফকিরের আর্বিভাব ঘটলেও এখন তা নেই। আবার নতুন করে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পূর্বকুল গ্রামের আলী হোছনের চার বছরের শিশু পুত্র মোহাম্মদ রাজ্জাক উদ্দিন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন রোগ বালাইয়ের জন্য পানি পড়া দিচ্ছে। ওই পানি পড়া নিতে তার বাড়িতে প্রতিদিন মানুষের ভীড় জমছে। পানি পড়া নিয়ে ভাল হওয়া নিশিদা আক্তার জানান, তার কলিজা এবং গলায় প্রচণ্ড ব্যাথা করত। কিন্তু শিশু ফকিরের পানিপড়া নিয়ে এখন সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। তার মত আরো রোগ-বালায়ে সুস্থ হওয়ার মধ্যে রয়েছেন, বাদশা আলম, বেলাল উদ্দিন, গুরা মিয়া, গফুর মিয়া, আলী হোছন, নুর মোহাম্মদসহ আরো একাধিক লোকজন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/