Home / প্রচ্ছদ / উজানটিয়ায় চলছে এবার বেড়িবাঁধ প্রশস্তকরণ কাজ

উজানটিয়ায় চলছে এবার বেড়িবাঁধ প্রশস্তকরণ কাজ

shafiq - 01780099800, Cox'sBazar, Bangladesh.

কক্সবাজার জেলার উপকূলীয় উপজেলা পেকুয়ার উজানটিয়া ইউনিয়নে এবার চলছে বিধ্বস্ত বেড়িবাঁধের প্রশস্তকরণ কাজ। গত ৫দিনের টানা অবিরাম কাজের ফলে বেড়িবাধের ভাঙ্গন অংশ পুন: সংস্কার কাজ হয়েছে। এর সুবাধে আপাতত লোকালয়ে সাগরের লবণাক্ত পানি প্রবেশ বন্ধ করা হয়েছে। ১১ জুলাই শনিবার বিধ্বস্ত অংশে সদ্য নির্মিত বেড়িবাঁধের অর্ধ সমাপ্ত কাজের পুন:সমাপ্তির জন্য প্রশস্তকরণের কাজ এগিয়ে চলেছে।

ইউপি চেয়ারম্যান এম.শহিদুল ইসলামের পরিশ্রমের মাধ্যমে গত ৫ দিনের টানা বেড়িবাঁধ নিমার্ণের কাজের কারনে বর্তমানে ওই এলাকায় জোয়ার-ভাটা বন্ধ হয়েছে। ফলে উজানটিয়া এখন বন্যা মুক্ত হয়েছে। সরেজমিন গিয়ে দেখা যায়, টেকপাড়ার ৬৪/২বি ফোল্ডারের অংশে প্রায় ২০ চেইন বিধ্বস্ত বেড়িবাঁধ সংস্কার কাজ চলমান থাকায় শুক্রবার দুপুরে পুর্ব থেকে পশ্চিম প্রান্তে কাজের সংযোগ হওয়ায় লোকালয়ে পানি প্রবেশ বন্ধ হয়েছে। এখন বেড়িবাঁধের প্রশস্তকরণ কাজ চলমান রয়েছে। ইউপি চেয়ারম্যান এম.শহিদুল ইসলাম জানিয়েছেন, মাঝারি পরিসরে এ বেড়িবাঁধটি অধিকতর টেকসই করার কাজ চলছে। তিনি আরো জানিয়েছেন, বেড়িবাঁধ নির্মাণের পর পুরো উজানটিয়া ইউনিয়নে অবকাঠামোগত পূণ:গঠন কাজ শুরু করা হবে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/