সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ওয়ালটন বীচ ফুটবল টূর্নামেন্ট : শিরোপা ধরে রাখলো ইয়ংমেন্স

ওয়ালটন বীচ ফুটবল টূর্নামেন্ট : শিরোপা ধরে রাখলো ইয়ংমেন্স

Beach Footballক্রীড়া প্রতিবেদক :

কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ওয়ালটন বীচ ফুটবল টুর্নামেন্টের শিরোপা ধরে রেখেছে রানিং চ্যাম্পিয়ন ইয়ংম্যান্স ক্লাব। ১ সেপ্টেম্বর বর্ষণসিক্ত সকালে সৈকতের লাবনী পয়েন্টে অনুষ্ঠিত ফাইনালে ইয়ংমেন্স ৪-২ গোলে কোটবাজার খেলোয়াড় সমিতিকে হারিয়ে দ্বিতীয় বারের মত শিরোপা ঘরে তুলেছে। ম্যাচের ২ এবং ৪ মিনিটে ইয়ংমেন্সের গোল মেশিন আবছার পর পর দু’বার কোটবাজারের নেট কাপালে ব্যাকফুটে চলে যায় উখিয়ার দলটি। ৫ মিনিটে স্বাগতিক দলের তারকা স্ট্রাইকার সৌম্রিং রাখাইন গোল করলে ম্যাচটি ওয়ান সাইটেড হয়ে পড়ে। ৭ মিনিটে কাউন্টার এটাক থেকে কোটবাজারের সৌরভ গোল করলে ম্যাচটি কিছুটা প্রাণ পায়। ২১ মিনিটে সৌম্রিং রাখাইন ব্যক্তিগত দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করলে ইয়ংমেন্সের শিরোপা জয় নিশ্চিত হয়ে যায়। ম্যাচের ৩১ মিনিটে কোট বাজারের ক্ষুদে স্ট্রাইকার আকিব ব্যবধান কমানো গোলটি করলেও শিরোপা জয়ে বাঁধা হয়ে দাঁড়ায়নি।

৪দিন ব্যাপী এই টুর্নামেণ্টে ইয়ংমেন্সের স্ট্রাইকার আবছার ৩ম্যাচে ৭ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটি বাগিয়ে নেন। আর একই দলের সৌম্রিং রাখাইন টূর্নামেণ্ট সেরার পুরস্কার। ইয়ংমেন্সের অভিজ্ঞ দলনায়ক মাসুদ হাসতেই পারেন। কেননা দলটির দু’শিরোপা জয়ের স্কিপার তিনিই।

এদিকে ম্যাচ শেষে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিনের সভাপতিত্বে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন এর ডেপুটি ডিরেক্টর এফ.এম ইকবাল বিন আনোয়ার (ডন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু। অতিথিগণ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে প্রাইজমানি ও ট্রফি তুলে দেন।

জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য রতন দাশের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন এর এ.জি.এম মেহেরাব হোসেন আসিফ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, নির্বাহী সদস্য ও টূর্নামেন্টের সদস্য সচিব এ.কে.এম রাশেদ হোছাইন নান্নু, নির্বাহী সদস্য আলী রেজা তসলীম, শাহীনুল হক মার্শাল, হেলাল উদ্দিন কবির, খালেদ মোঃ আজম বিপ্লব, জি.এম জাহিদ ইফতেখার, আজমল হুদা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ পরিষদ সদস্য নাছির উদ্দিন, ওয়াহিদ মোরাদ সুমন, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির কক্সবাজার জেলার সভাপতি সাংবাদিক এম.আর মাহবুবু, ও মাঠে উপস্থিত ক্লাবের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

খেলা পরিচালনা করেন-১ম ম্যাচ-সুবীর বড়ুয়া বুলু, আবুল কাশেম কুতুবী, আব্দুল মজিদ, এম.গিয়াস উদ্দিন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/