সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কক্সবাজারের উখিয়ায় প্রাচীন বৌদ্ধমন্দির পুড়ে ছাই

কক্সবাজারের উখিয়ায় প্রাচীন বৌদ্ধমন্দির পুড়ে ছাই

ফাইল ছবি

দীপক শর্মা দীপু ,কক্সভিউ :

কক্সবাজারের উখিয়ার প্রাচীন বৌদ্ধমন্দির পূর্ব রত্নপালং মৈত্রি বৌদ্ধ বিহার পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস পৌছার আগে দ্বিতল কাঠের এই প্রাচীন ক্যাংটি সম্পূর্ণ ভস্মিভুত হয়ে যায়। অগ্নিকান্ডের সুত্র জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে পূজার মোমবাতি থেকে আগুন লাগতে পারে।

রত্নাপালং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জ্যোতিমিত্র ভিক্ষু জানান- ‘২৮ জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিহারে হঠাৎ আগুন দেখতে পাই। এসময় আমি পাশের ভক্তের বাড়িতে মঙ্গল সূত্রপাঠ করতে যাই। তখন বিহারে সুমানন্দ নামে এক শিশু শ্রমণ ছিল।’ অগ্নিকান্ডের সূত্রপাঠ জানতে তিনি বলেন- ‘প্রকৃত কারণ এখনো জানতে পারেনি। তবে বিহারে সন্ধ্যা মোমবাতি যেহেতু জ্বালানো হয় তাই ধারণা করছি মোমবাতির আগুন থেকেও আগুন লাগতে পারে।’

বিহারের সভাপতি অরবিন্দু বড়ুয়া বলেন- ‘প্রায় শত বছরের পুরানো এই বিহার বৌদ্ধ সম্প্রদায়ের একমাত্র প্রার্থনা স্থল। দ্বিতল বিশিষ্ট কাঠের এই প্রাচীন মন্দিরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কি কারণে আগুনের সূত্রপাত হয়ে হয়েছে তা জানার জন্য আমরা চেষ্টা করছি এবং প্রশাসনকেও এ বিষয়ে অবহিত করা হয়েছে।’

জেলা প্রশাসক মো: আলী হোসেন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন- ‘স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের লোকদের সাথে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে মোমবাতির আগুন থেকে আগুন লেগেছে। সরকারের পক্ষ থেকে দু্রুত ক্ষতি পূরণ ব্যবস্থা করা হবে।’

পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি তদন্ত করে অগ্নিকান্ডের কারন জানাবেন বলে জানান।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Election-Sayed-Alam-Sagar-21-4-24.jpeg

ঈদগাঁও ইউপির চেয়ারম্যান ছৈয়দ আলম নির্বাচনী জনমত জরিপে এগিয়ে

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচনে এবার ভিন্ন পরিসরে প্রচারণায় চালিয়ে যাচ্ছেন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/