সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / কক্সবাজারের স্কুলগুলোতে হাটু পরিমাণ পানি, নিস্কাশন ব্যবস্থা অপ্রতুল : ব্যহত হচ্ছে শিক্ষা কার্যক্রম

কক্সবাজারের স্কুলগুলোতে হাটু পরিমাণ পানি, নিস্কাশন ব্যবস্থা অপ্রতুল : ব্যহত হচ্ছে শিক্ষা কার্যক্রম

কক্সবাজারের স্কুল গুলোতে হাটু পরিমাণ পানি, নিস্কাশন ব্যবস্থা অপ্রতুল : ব্যহত হচ্ছে শিক্ষা কার্যক্রম

কক্সবাজারের স্কুল গুলোতে হাটু পরিমাণ পানি,
নিস্কাশন ব্যবস্থা অপ্রতুল : ব্যহত হচ্ছে শিক্ষা কার্যক্রম

অজিত কুমার দাশ হিমু

কক্সবাজারে অবিরাম বর্ষণ ও পাহাড়ী ঢলের পানিতে সৃষ্ট বন্যায় জেলার বাসিন্দাদের বসত বাড়ীর পাশাপাশি স্কুল গুলোতেও জমে আছে হাটু পরিমাণ পানি। এখানে পানি নিস্কাশনের নেই কোন ব্যবস্থা। এতে করে ব্যহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।
৩ সেপ্টেম্বর কক্সবাজারের বিভিন্ন নিম্নাঞ্চলের স্কুল গুলো ঘুরে দেখা গেছে, সদরের মোঃ ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়, হাজী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, পিএমখালী আদর্শ উচ্চ বিদ্যালয়, খুরুশকুল উচ্চ বিদ্যালয়, কুতুবদিয়াপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ভারুয়াখালীর হাজী আলীমদ্দিন (সওঃ) স্মৃতি আদর্শ শিক্ষা নিকেতন, ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়, রামুর খিজারী উচ্চ বিদ্যালয়, উখিয়ার থাইংখালী উচ্চ বিদ্যালয়, কুতুপালং উচ্চ বিদ্যালয়, টেকনাফের হোয়াইক্যং নয়াবাজার উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়, চকরিয়া, মহেশখালী, কুতুবদিয়া সহ জেলার বিভিন্ন অঞ্চলের বিদ্যালয় গুলোর মাঠ প্রাঙ্গন ও যাতায়াতের রাস্তায় পুকুরসম পানিবন্দী হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় হাজার হাজার শিক্ষার্থীর চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
এদিকে জমে থাকা পানি দীর্ঘসময় নিস্কাশনের ব্যবস্থা না থাকায় স্কুল ক্যাম্পাস কিংবা মাঠে জমে থাকা পানি হতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। ফলে বিভিন্ন পানিবাহিত রোগ থেকেও রেহাই পাচ্ছেনা শিক্ষার্থীরা। বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগ কতিপয় প্রভাবশালীদের কারণে তা নিম্রয়মান হয়ে পড়ছে। বর্তমানে অসহায় শিক্ষার্থী ও অভিভাবক মহল।
সরেজমিন দেখা যায়, ৩ সেপ্টেম্বর দুপুরে কক্সবাজার সদরের মোঃ ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয় ও হাজী পাড়া সরকারী প্রাথমিক ছুটি শেষে শিক্ষার্থীরা কাঁদা জলের মধ্যে এক হাতে বই বা থলে অন্য হাতে প্যান্ট উপড়ে তুলে অতিকষ্টে বিদ্যালয় দুইটির মাঠ ও যাতায়াতের পথ দিয়ে বাড়ি ফিরছে। অনেক শিক্ষার্থীরা সংশ্লিষ্টদের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করছে। দুর্গন্ধও ছড়াচ্ছে জলাবদ্ধ ওই পানি থেকে।
মোঃ ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, বিদ্যালয়ের ক্যাম্পাসে জমে থাকা পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় ছাত্র-ছাত্রী কিংবা শিক্ষক কর্মচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ওই সমস্য সমধানের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/