সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / কক্সবাজার জেলা শিশু একাডেমি’র ক্রীড়া প্রতিযোগিতায়- পেকুয়ার মর্জিনা লম্ফ ঝাপে চ্যাম্পিয়ন

কক্সবাজার জেলা শিশু একাডেমি’র ক্রীড়া প্রতিযোগিতায়- পেকুয়ার মর্জিনা লম্ফ ঝাপে চ্যাম্পিয়ন

এস.এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া :

কক্সবাজারের শিল্পকলা একাডেমি কর্তৃকঃ আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার লম্ফ ঝাপ ইভেন্টে অংশ নিয়ে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের নন্দীরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী মর্জিনা আক্তার চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহনের গৌরব অর্জন করেছেন।

জানা যায়, প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ের ক্রীড়া ও সাংষ্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহনের সূযোগ নিশ্চিতে কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমী কর্তৃক শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। এতে উপজেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বীতা করে জেলা পর্যায়ে উত্তীর্ণ হন। পরে, সেখানে অনুষ্ঠিত লম্ফ ঝাপ ইভেন্টের প্রতিযোগিতায় পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের নন্দীরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী মর্জিনা আক্তার প্রতিদ্বন্দ্বীতায় অবতীর্ণ হয়ে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহনের সূযোগ লাভ করেছেন।

সাফল্যের বিষয়টি নিশ্চিত করে পেকুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের (ভারপ্রাপ্ত) টি.ও হাসান মুরাদ চৌধুরী, নন্দীরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মোঃ নুরুল আলম, এসএমসি’র সভাপতি ছালেহ আহমদ, বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ এলাকাবাসীর পক্ষে বিজয়ী শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তার উত্তরোত্তর সাফল্য কামনায় সকলের দোয়া প্রার্থনা করেছেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/04/Thermometer-Hit-Hot.jpg

বৃষ্টির সম্ভাবনা নেই, রাতে বাড়বে গরম

অনলাইন ডেস্ক : ঢাকাসহ দেশের কোনো বিভাগেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/