সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / কথিত পিতা রোহিঙ্গা মেয়েসহ আটক

কথিত পিতা রোহিঙ্গা মেয়েসহ আটক

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

রোহিঙ্গা মেয়ের ভুয়া পিতা পরিচয়ে পাসপোর্ট করতে করতে গিয়ে কক্সবাজার পাসপোর্ট অফিস পরিচালকের হাতে আটক হলো রোহিঙ্গা নারীসহ কথিত বাবা।

২৭ আগষ্ট পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে অফিস কর্তৃপক্ষ। পাসপোর্ট অফিসের সহকারী পরিচালকের মতে, সদর উপজেলার ঈদগাঁওর জালালাবাদ ও পোকখালী ইউনিয়ন সীমান্তবর্তী পূর্ব নাইক্ষংদিয়ার মনজুর আলম রোহিঙ্গা নারী আসমাকে নিয়ে বাবা-মেয়ে পরিচয়ে পাসপোর্ট করতে আসেন। সন্দেহ হলে আসমার আঙুলের ছাপ পরীক্ষা করলে আঙুলের ছাপ রোহিঙ্গাদের তালিকার সাথে মিলে যায়।

জিজ্ঞাসাবাদ করা হলে এক পর্যায়ে আসমা নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করে এবং টাকার বিনিময়ে মনজুর আলমকে বাবা সাজিয়ে পাস পোর্ট করার চেষ্টা করেন বলে জানান। আসমার প্রকৃত নাম রশিদা। তার বাবার নাম আব্দুল আমিন।

সে উখিয়ার জামতলী ক্যাম্পে থাকেন। পরে ভূয়া বাবা, রোহিঙ্গা নারীকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় দিনেদুপুরে অসহায় আবুল হাসেমের জায়গা দখল নিতে প্রতিপক্ষের হামলা

  নিজস্ব প্রতিনিধি; লামা-আলীকদম :বান্দরবানের লামায় অসহায় এক পান ব্যবসায়ীর ১৮ বছরের ভোগদখলীয় জায়গা জবরদখলের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/