সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কুতুপালংয়ে রোহিঙ্গাদের ৩০টি ঝুঁপড়ি ঘর উচ্ছেদ

কুতুপালংয়ে রোহিঙ্গাদের ৩০টি ঝুঁপড়ি ঘর উচ্ছেদ

হুমায়ুন কবির জুশান, উখিয়া :

উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা বস্তিতে আশ্রয় নেয়া নির্যাতিত মিয়ানমারের রোহিঙ্গাদের রাত্রী যাপনের ঝুঁপড়ি ঘরে হানা দিয়েছে বন বিভাগ। সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে আসা রোহিঙ্গারা কুতুপালং বস্তিতে আশ্রয় নিলেও এদের থাকা খাওয়া সুনির্দিষ্ট কোন অবস্থান ছিল না বিধায় তারা ছোট ছোট ছেলে মেয়ে রাত যাপনের জন্য অন্যান্য ঝুঁপড়ির মত প্রায় ৩০টি নতুন করে ঝুঁপড়িঘর নির্মাণ করে বনভূমির জায়গার উপর।

সোমবার উখিয়া বনবিভাগ সকাল ১০ টার দিকে কুতুপালং বস্তির পাহাড়ে অভিযান চালিয়ে এসব ঝুঁপড়িঘর উচ্ছেদ করে দেয়।

উখিয়া সদর বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান জানান, রোহিঙ্গারা বনভূমির শ্রেণি পরিবর্তন করে ঝুঁপড়িঘর নির্মাণ করছিল। এসব ঝুঁপড়ি উচ্ছেদ করা না হলে ভবিষ্যতে এলাকায় বাগান সৃজনের জন্য যেসব বনভূমি সুরক্ষিত রাখা হয়েছে ওইসব বনভূমি বেদখল হয়ে যাবে। কক্সবাজার দক্ষিণ বনবিভাগীয় কর্মকর্তা মোঃ আলি কবিরের নির্দেশে রোহিঙ্গাদের তৈরি করা এসব ঝুঁপড়ি ঘর উচ্ছেদ করা হয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর কালিরছড়ায় অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে প্রার্থী হলেন নুরুল আমিন

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অসহায় ও হত দরিদ্র মানুষের মুখে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/