সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / কুয়েতে এক বাংলাদেশির ফাঁসি কার্যকর

কুয়েতে এক বাংলাদেশির ফাঁসি কার্যকর

ফাঁসি কার্যকর হওয়া বাংলাদেশি মো. শাহ আলম। ছবি: সংগৃহীত

হত্যা, হত্যাচেষ্টা, অপহরণ ও ধর্ষণের দায়ে কুয়েতে এক বাংলাদেশি ও রাজপরিবারের এক সদস্যসহ সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

অপহরণ ও ধর্ষণের দায়ে স্থানীয় সময় বুধবার ভোরে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করে কুয়েতি কর্তৃপক্ষ।

ফাঁসি কার্যকর হওয়া বাংলাদেশির নাম মো. শাহ আলম। তিনি ঢাকার কদমতলী থানার ফরিদাবাদ এলাকার ৮২ নম্বর রজব আলী সরদার রোডের মো. সানোয়ার হোসেনের ছেলে। কুয়েতে দুর্গামায়া নামে এক নেপালি নারীকে অপহরণ করে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে ২০০৮ সালের ২৮ নভেম্বর তার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় ২০১৩ সালে শাহ আলমের বিরুদ্ধে ফাঁসির আদেশ দেন কুয়েতের উচ্চ আদালত।

আরও যাদের ফাঁসি কার্যকর করা হয় তাদের মধ্যে, কুয়েতের রাজপরিবারের সদস্য শেখ ফয়সাল আবদুল্লাহ আল জাবের আল সাবাহ এবং মিশর, ইথিওপিয়া ও ফিলিপাইনের নাগরিক রয়েছেন। এই সাতজনের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী।

২০১০ সালে রাজপরিবারের সদস্য শেখ ফয়সাল আবদুল্লাহ আল জাবের আল সাবাহকে তার এক ভাতিজাকে হত্যার দায়ে  ফাঁসি দেওয়া হয়।

এছাড়া স্বামীর দ্বিতীয় বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ড ঘটিয়ে ৪০ জনের বেশি নারী ও শিশু হত্যার দায়ে নুসরা আল এনজি নামে কুয়েতি এক নারীর ফাঁসি দেওয়া হয়।

এর আগে সর্বশেষ ২০১৩ সালে উপসাগরীয় এ দেশটিতে তিনজনের ফাঁসি কার্যকর করা হয়েছিল।

সূত্র:priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/04/Thermometer-Hit-Hot.jpg

বৃষ্টির সম্ভাবনা নেই, রাতে বাড়বে গরম

অনলাইন ডেস্ক : ঢাকাসহ দেশের কোনো বিভাগেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/