সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / গানে গানে শীতার্তদের পাশে কণ্ঠশিল্পীরা

গানে গানে শীতার্তদের পাশে কণ্ঠশিল্পীরা

Band Groupএ বছরও শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান নিয়ে ঢাকায় দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কনসার্ট ফর কম্বল’। ৮ জানুয়ারি রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজে এ কনসার্টের আয়োজন করা হয়েছে। শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র সংগ্রহে এদিন মঞ্চে উঠবেন দেশের জনপ্রিয় ব্যান্ড ও কণ্ঠশিল্পীরা। সে তালিকায় রয়েছে এলআরবি, মাইলস, মাকসুদ অ্যান্ড ঢাকা, ওয়ারফেইজ, মিলা, প্রমিথিউস, ভাইকিংস, অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস, তাহসান অ্যান্ড ব্যান্ড, শহরতলী, বিভীষিকা, রাজত্ব ও ফিউশনস্টিক।

আয়োজকরা জানান, গত বছরের মতো এবারও শীতবস্ত্রের বিনিময়ে দর্শকরা এ কনসার্ট দেখার সুযোগ পাবেন। কোনো বিজ্ঞাপন বা প্রতিষ্ঠানের সহযোগিতা না পেলেও আমরা এ আয়োজন থেকে পিছিয়ে আসিনি। শুধু তাই নয়, এবার আগের চেয়ে বড় পরিসরে এ কনসার্টের পরিকল্পনা করা হয়েছে। দেশের জনপ্রিয় ব্যান্ড ও কণ্ঠশিল্পী অসহায় মানুষের পাশে থাকার প্রয়াসে এতে অংশ নিচ্ছেন।

তারা আরও জানান, এবার কম্বলের পরিবর্তে ৩০০ টাকা মূল্যের কম্বল পাস নিয়েও কনসার্ট উপভোগ করার সুযোগ পাবেন সবাই। ব্যান্ডবক্সের যে কোনো শাখায় এবং অনুষ্ঠানস্থল থেকে এই কম্বল পাস সংগ্রহ করা যাবে।

‘কনসার্ট ফর কম্বল’ প্রসঙ্গে কণ্ঠশিল্পী আইয়ুব বাচ্চু বলেন, ‘অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যেহেতু সঙ্গীতের সঙ্গে সম্পৃক্ত, তাই সঙ্গীতের মাধ্যমেই দুস্থ ও অসহায় মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই। সে কারণে আমি ও এলআরবি এই আয়োজনে অংশ নিতে আগ্রহী হয়েছি।’

মাইলসের শাফিন আহমেদ বলেন, ‘এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। এ আয়োজনের মাধ্যমে মানুষ জানবে, গান কেবল বিনোদন দেয় না, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর প্রেরণাও জোগায়।’

অন্যদিকে কণ্ঠশিল্পী তাহসান বলেন, গত বছর ‘কনসার্ট ফর কম্বল’ এর প্রথম আয়োজনে অংশ নিয়েছিলাম। অসম্ভব সাড়া পেয়েছিলাম এমন একটি আয়োজনে অংশ নিয়ে। সে সঙ্গে এক ধরনের আত্মতৃপ্তি ছিল এটা ভেবে যে, শীতার্ত মানুষের জন্য কিছু একটা করতে পেরেছি। এবার আরও বড় পরিসরে এ আয়োজন করা হচ্ছে। আশা করি, শীতকাতর কিছু মানুষের মুখে হাসি ফোটানোর মধ্য দিয়ে এ উদ্যোগ সফল হবে।’

সূত্র: প্রিয়ডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/