সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / চকরিয়ায় জন্মাষ্টমীর ধর্মসভায় এএসপি – মানবতাই শ্রেষ্ঠ ধর্ম-দুষ্ট চক্র মুক্ত থাকতে প্রত্যেকের উচিত ধর্ম চর্চা ও পালন করা

চকরিয়ায় জন্মাষ্টমীর ধর্মসভায় এএসপি – মানবতাই শ্রেষ্ঠ ধর্ম-দুষ্ট চক্র মুক্ত থাকতে প্রত্যেকের উচিত ধর্ম চর্চা ও পালন করা

চকরিয়ায় জন্মাষ্টমীর ধর্মসভায় এএসপি - মানবতাই শ্রেষ্ঠ ধর্ম-দুষ্ট চক্র মুক্ত থাকতে প্রত্যেকের উচিত ধর্ম চর্চা ও পালন করা

চকরিয়ায় জন্মাষ্টমীর ধর্মসভায় এএসপি – মানবতাই শ্রেষ্ঠ ধর্ম-দুষ্ট চক্র মুক্ত থাকতে প্রত্যেকের উচিত ধর্ম চর্চা ও পালন করা

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া:

কক্সবাজার সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো: মাসুদ আলম বলেছেন, মানবতাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। আমরা যদি নিজ নিজ অবস্থানে থেকে মানবতার কল্যাণে কাজ করি তাহলে সমাজে, রাষ্ট্রে কোন ধরনের হানাহানি থাকবে না। এছাড়া প্রত্যক মানুষ নিজ নিজ ধর্ম চর্চা, ধারণ ও পালন করলে সবার কাছে নিজে গ্রহণযোগ্য হয়ে উঠার পাশাপাশি মানুষ দুষ্ট চক্র থেকে রক্ষা পাবে। এতে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। সুখ-শান্তিময় হয়ে উঠবে পরিবেশ পরিস্থিতি।

চকরিয়ায় শ্রী শ্রী মহোৎসবের ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দিরের সভাপতি ডাক্তার তেজেন্দ্র লাল দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মসভায় ধর্মীয় বিশ্লেষনের আলোকে আলোচনা করেন চট্টগ্রাম হাটহাজারিস্থ শ্রী শ্রী পুন্ডরিক ধামের অধ্যক্ষ শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ন কান্তি দাশের সঞ্চালনায় ও সভাপতি সাংবাদিক মুকুল কান্তি দাশের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম.জাহেদ চৌধুরী, চ্যানেল আই ও আমাদের সময়ের স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, ডুলাহাজারা কলেজের অধ্যাপক সেন্টু চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন চকরিয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) কামরুল আজম, চকরিয়া পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএম ওমর আলী, নিত্যানন্দ গীতা সংঘের সভাপতি শ্রীদুল রঞ্জন দাশ, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের চকরিয়া শাখার আহবায়ক রতন বরণ দাশ, ডাক্তার শম্ভু দে, চকরিয়া জুয়েলারী সমিতির সভাপতি সমীরন ধর (চান্দু মহাজন), হারাধন দাশ, চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির মহোৎসব উদযাপন পরিষদের সাবেক সভাপতি বাবুল দেব বর্মন, নন্দরাম ধর(মহাজন), মিলন দাশ, জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক গোপাল কান্তি দাশ, চিরিংগা যুবকল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি দাশ, অন্তরা সাংস্কৃতিক কেন্দ্রের অধ্যক্ষ দ্বীপলাল চক্রবর্তী, জন্মাষ্টমী উদযাপন পরিষদের কর্মকর্তা সুভাষ দাশ,তালপ্রিয় বলরাম দাস(টিটু), নন্দরাম দাশ,সুজন ধর, বিধান ধর, মাষ্টার সন্তোষ দাশ, পলাশ ধর, নেপাল দে, মাষ্টার টিটু সুশীল, তবলা শিক্ষক রাজু চক্রবর্তী,বিকাশ দাশ, রিপন বসাক, রনি দাশ, ধীমান বণিক , মিন্টু শুক্লাদাস,প্রমুখ।

ধর্মসভায় ধর্মীয় গানের প্রতিযোগীতায় অংশ গ্রহণ করা চার ক্যাটাগরীর বিজয়ী ১২জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। পরে মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত লীলাকীর্ত্তন পরিবেশন করেন বগুড়া থেকে আগত লীলা কীর্ত্তনীয়া তৃষ্ণাদেবী।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/