সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / চকরিয়ায় রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বিশাল মানববন্ধন

চকরিয়ায় রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বিশাল মানববন্ধন

manob-bandhon-mukul-06-12-16-news-1pic

মুকুল কান্তি দাশ, চকরিয়া :

মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে কক্সবাজারের চকরিয়ায় রাখাইন ও বৌদ্ধ সম্প্রদায়ের এক কিলোমিটার ব্যাপী মানববন্ধন হয়েছে। ৬ ডিসেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরশহরে এ মানববন্ধন কর্মসুচী পালিত হয়। রাখাইন ও বৌদ্ধ সম্প্রদায়ের মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সাধারণ জনগণ।

মানববন্ধনে রাখাইন-বৌদ্ধরা মিয়ারমারে রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবি জানিয়ে বলেন, গত ১ মাস ধরে রোহিঙ্গাদের উপর টানা নির্যাতন অব্যাহত থাকলেও বিশ্ববিবেক জেগে উঠেনি। জাতি-ধর্ম নির্বিশেষে সবাইকে এককাট্টা হয়ে রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

মানববন্ধনে অংশ নেয়া চকরিয়া উপজেলা হিন্দু, বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মাস্টার মংয়াই রাখাইন বলেন, আজকের মানববন্ধনে উপজেলার হারবাং, ফাঁসিয়াখালী, মানিকপুর, বমুবিলছড়ি, মগবাজারসহ বিভিন্ন এলাকার কয়েক হাজার রাখাইন নারী-পুরুষ অংশ নেয়। এছাড়াও বৌদ্ধ ও হিন্দু সম্প্রদায়ের শহস্রাধিক নারী-পুরুষ অংশ নেয়।

মানববন্ধন চলাকালে সংহতি প্রকাশ করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুল রশিদ দুলাল, চকরিয়া পৌর আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ ইসলাম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, হারবাং ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম, বদরখালী ইউপি চেয়ারম্যান খাইরুল বশর প্রমুখ।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/