সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়া এলজিইডি অফিসে জনবল সংকটে স্থবির উন্নয়ন কর্মকান্ড

চকরিয়া এলজিইডি অফিসে জনবল সংকটে স্থবির উন্নয়ন কর্মকান্ড

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চকরিয়ার তত্ত্বাবধানে চলমান কোটি কোটি টাকার উন্নয়ন কাজের গতিতে স্থবিরতা নেমে এসেছে। জনবল সংকটের কারণে যথাযথ মনিটরিং করতে না পারায় এঅবস্থার সৃষ্টি।

খোঁজ নিয়ে জানা গেছে, এলজিইডি চকরিয়া অফিসে ১৯টি পদ থাকলেও প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, ২টি উপ-সহকারী প্রকৌশলীসহ ১১টি পদই এখন শূন্য। কর্মরত থাকা একজন উপ-সহকারী প্রকৌশলীসহ ৮জন অফিস দেখভাল করতেই হিমসিম খাচ্ছে। ফলে চলমান উন্নয়ন প্রকল্প সেতু, কালর্ভাট, সড়কসহ নানা কাজের তদারকি করতে পারছেনা অফিস স্টাফরা। জরুরী ভিত্তিতে শূন্য পদে পদায়ন না হলে চলতি অর্থবছরের মধ্যে সিডিউল কাজ আদায় করাই অসম্ভব হয়ে পড়বে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিসন ২০২১ বাস্তবায়ন থমকে পড়বে চকরিয়ায়।

এ ব্যাপারে জানতে চাইলে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, এলজিইডি’র চকরিয়া অফিসে জনবল সংকটের বিষয়টি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় উপস্থাপন পূর্বক উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

বিষয়টি জানতে কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল আলম সিদ্দিকীর মুঠোফোনে (০১৭১৫-৬৭০৩৩১) যোগাযোগের চেষ্টা করলেও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/04/Thermometer-Hit-Hot.jpg

বৃষ্টির সম্ভাবনা নেই, রাতে বাড়বে গরম

অনলাইন ডেস্ক : ঢাকাসহ দেশের কোনো বিভাগেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/