সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / চকরিয়া যুবলীগের শোক সভায়- সালাহউদ্দিন

চকরিয়া যুবলীগের শোক সভায়- সালাহউদ্দিন

Chakaria Picture( Salahuddin CiIP) 21-8-2015জাতির জনক বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করে খুনীরা জাতির ললাটে কলঙ্কের তিলক একে দেয় কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি তার স্মৃতিচারণে বলেন, দিকে দিকে আজ অশ্রু গঙ্গা, রক্ত গঙ্গা বহমান, নাহি নাহি ভয় তবু হবে জয়, জয় শেখ মুজিবুর রহমান। বাঙ্গালী জাতির জীবনে সবচেয়ে কলঙ্কময় ও বেদনার দিন ১৫ আগষ্ট। ১৯৭৫ সালে ১৫আগষ্ট বাঙ্গালী জাতি হারান স্বাধীন বাংলাদশেরে স্থপতি সর্বকালরে সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এদিন কাকডাকা ভোরে বিশ্বাসঘাতকের অনুসারী বিপথগামী কিছু সেনাসদস্য ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ঢুকে জাতির পিতা বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করে।

বাঙ্গালী জাতির ললাটে একে দেয় কলঙ্কের তিলক। সেই কলঙ্ক থেকে দেশ ও জাতি এখনো পুরোপুরি মুক্ত হতে পারেনি। কারণ বঙ্গবন্ধুর হত্যার বিচারের রায় আংশিক কার্যকর হয়েছে। এখনো ফাঁসির দন্ডপ্রাপ্ত কয়েকজন খুনি দেশের পালিয়ে রয়েছে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা যাতে বাস্তবায়ন করতে না পারেন সেজন্য পরবর্তী সময়ে খুনিরা ২১ আগষ্ট আরেকটি ১৫ আগষ্টের জন্ম দেয়ার চেষ্ঠা করেছিলো। করুণাময়ে রহমত ও জনগণের দোয়া আছে বলেই সেইদিন ভাগ্যক্রমে বাঙ্গালি জাতির সাহসের ঠিকানা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও গ্রেনেডের আঘাতে মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আইভি রহমান সহ ২২জনের তাজা প্রাণ ঝরে যায়।

শুক্রবার সকালে চকরিয়া পৌরসভার চিরিঙ্গা জনতা শপিং সেন্টারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় জড়িত খুনিদের শাস্তির দাবিতে উপজেলা যুবলীগ আয়োজিত শোক দিবসের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাইছার উদ্দিন কছিরের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ জাফর আলম, কেন্দ্রীয় কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চকরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, জেলা আওয়ামীলীগ নেতা লায়ন কমরুদ্দিন আহমদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ আহমদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম বুলবুল, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর মাহবুবুর রহমান, সুচিন্তা ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ড. আশরাফুল ইসলাম সজিব, জেলা যুবলীগের অর্থ সম্পাদক আশরাফ উদ্দিন আহমদ, আওয়ামীলীগ নেতা বরইতলী ইউপি চেয়ারম্যান এটিএম জিয়া উদ্দিন, মাতামুহুরী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিন বাবুল, আওয়ামীলীগ নেতা জামাল উদ্দিন জয়নাল, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ফজলুল করিম সাঈদী, জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শহীদুল্লাহ চৌধুরী, এডভোকেট গিয়াস উদ্দিন। বক্তব্য রাখেন পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি ওয়ালিদ মিল্টন, যুবলীগ নেতা ফয়সল চৌধুরী, মোজাফ্ফর হোসেন পল্টু, মহিলা নেত্রী উম্মে কুলসুম মিনু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজবাউল হক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদুল ইসলাম, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেফায়েত সিকদার, তারেকুল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক আজিজুল হক, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক জামাল উদ্দিন, ছাত্রলীগ নেতা ইউসুপ জয়, আবদুস শুক্কুর।

শোক সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের কথা চিন্তা করাই যায় না। বঙ্গবন্ধুকে হত্যা করে স্বাধীন বাংলাদেশের অগ্রযাত্রাকে স্তব্ধ করতে চেয়েছিল। জাতি প্রত্যাশা করে বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসির দন্ড দ্রুত কার্যকর করার দাবি জানান। আলোচনা সভার আগে চকরিয়া পৌরশহরে শোকর‌্যালী ও পরে কাঙ্গালীভোজের আয়োজন করা হয়।

– প্রেস বিজ্ঞপ্তি।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/