সাম্প্রতিক....

চঞ্চল মেয়েটি

-: জান্নাতুন নাঈম প্রিয়তা :-

মেয়েটি ছিল চঞ্চল, দুরন্ত।
ছিল অস্থির, অশান্ত।
মেয়েটি ছিল সাহসী দুর্দান্ত।
ছিল প্রফুল্ল, অবিশ্রান্ত।

কিন্ত হঠাৎ এ কি হল!
সবকিছুই বদলে গেল।
ধমকা হাওয়া বইয়ে গেল।
আধার রাত্রি নেমে এল।

স্বপ্নরা সব রং হারাল।
আশার আলো নিভে গেল।
ভীত হৃদয় আঁতকে উঠল।
শকুনের দল ছিঁড়ে খেল।

ভিজল মাটি চোখের জলে।
কাঁদল আকাশ বৃষ্টি হয়ে।
আর্তনাদে কাঁপল বাতাস।
বুক ছিঁড়ে তবু গেল না শ্বাস।

একের পর এক শকুনেরা
খাচ্ছিল তার দেহটাকে।
বাকশক্তি হারালো সে,
অমানবিক অত্যাচারে।

সারা শরীরে নখের আচড়।
যন্ত্রণা আর ব্যথায় কাতর।
প্রাণটা তবু যাচ্ছিল না,
ছাড়ছিল না মায়া-আদর।

অসহায় চোখে আকাশপানে,
চায়ছিল সে অনুগ্রহ।
চায়ছিল সে নিষ্কৃতি,
এটিই ছিল শেষ মিনতি।

প্রাণ বেরুতেই শকুনের দল,
পালিয়ে গেল সব।
নিথর শুধু পড়ে রইল,
সেই মেয়েটির শব।

কালো রক্ত ভেজা ঘাসে,
দুর্ঘন্ধ বাতাসে ভাসে।
পোকামাকড়ের ঝাঁক আসে।
সূর্য্য উঠে পূবের আকাশে।

জেগে উঠে পাখ-পাখালি,
শুরু হয় কলধ্বনি।
চারদিকে ব্যস্ত কোলাহল।
শোনা যায় প্রতিধ্বনি।

বাতাসে তার মরণ বার্তা,
ভেসে যাচ্ছিল দূরে।
চঞ্চল মেয়েটির নিশ্চুপ-নিষ্প্রাণ,
ছিন্ন দেহ রইল পড়ে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে কবি মুহম্মদ নুরুল হুদার জন্মদিনে হুদা মেলা…….

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :দরিয়া নগরের জাতিসত্ত্বার কবি মুহম্মদ নুরুল হুদার জন্মদিন উপলক্ষে একদিন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/