সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চৌফলদন্ডী, পোকখালী ও ইসলামপুরের লবণ চাষীরা মাঠে নেমেছে : দাম নিয়ে হতাশ

চৌফলদন্ডী, পোকখালী ও ইসলামপুরের লবণ চাষীরা মাঠে নেমেছে : দাম নিয়ে হতাশ

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/01/Salt-Field-Sagar-7-1-21.jpg?resize=540%2C253&ssl=1

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁওর চৌফলদন্ডী-পোকখালী ও ইসলামপুরে চলতি মৌসুমে লবণ চাষাবাদে মাঠে নেমেছেন চাষীরা। শুরু হল লবণ মাঠ পরিচর্যা। আবার কেউ কেউ পূর্বে থেকে লবণ উৎপাদন শুরু করেছেন।

সূত্র মতে, দেশের এক তৃতীয়াংশ লবণের চাহিদা পুরণ করে কক্সবাজারের উৎপাদিত লবণ। তবে এবার লবণের মূল্য কম থাকায় চাষীদের মাঝে হতাশা বিরাজ করছে।

৭ জানুয়ারী সকালে চৌফলদন্ডীর উত্তর পাড়া এলাকায় লবণের মাঠে কাজে নিয়োজিত সোহেল জানান, এবার তিনি পাঁচ কানি জমিতে লাগিয়ত হিসেবে লবন চাষাবাদ করে যাচ্ছে। তিনি আড়ি বাধা, সমান করার কাজ শেষ করে এখন পলিথিন বিছানোর জন্য অপেক্ষার প্রহর গুনছেন।

অন্যদিকে শাহাদাত ও সিরাজ তারা দুইজনসহ অসংখ্য লোকজন মাঠে লবণ উৎপাদনের লক্ষে ব্যস্তমুখর সময় ব্যয় করে যাচ্ছেন। ৫/৬ ধাপ পেরিয়ে অতিকষ্টের বিনিময়ে লবণ উৎপন্ন করতে প্রস্তুতির শেষ নেই তাদের।

চৌফলদন্ডীর মনজুর আলমসহ কজন লবণ চাষী জানান, শতকরা ৪০ ভাগ লোকজন লবণ চাষাবাদে মাঠে নেমেছে। তবে বর্তমানে মাঠ পর্যায়ে লবণের দাম কম হওয়ায় হতাশ চাষীরা। দাম সন্তোষজনক না থাকায় চাষীদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে।

পোকখালী গোমাতলীর অহিদুর রহমান ইত্তেহাদ জানান, গোমাতলীতে শতকরা ২৫ ভাগ মানুষ লবণ চাষাবাদে নেমেছে মাঠে। তবে দাম এবার রেকর্ড পরিমাণ কম বলেও উল্লেখ করেন।

কেন্দ্রীয় লবণ মিল মালিক সমিতির সহ-সভাপতি ফরিদুল ইসলাম খাঁন জানান, লবণের দাম কম থাকায় অর্ধেক চাষী এখনো মাঠে নামেনি। তারা চরমভাবে হতাশায় ভোগছেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

রামুতে তরমুজের দাম চডা :হিমশিম খাচ্ছে ক্রেতারা

  কামাল শিশির; রামু :কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন স্থানে পবিত্র মাহে রমজানের শুরুতে বিভিন্ন এলাকায় ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/