সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / জেলা পরিষদ নির্বাচনের বিরুদ্ধে হাইকোর্টের রুল

জেলা পরিষদ নির্বাচনের বিরুদ্ধে হাইকোর্টের রুল

election-jila-parishad-2

জেলা পরিষদ নির্বাচনের ঘোষিত তফসিল কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এই রুল জারি করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। ঢাকা জেলা পরিষদের পক্ষে ছিলেন আইনজীবী নুরে আলম।

মন্ত্রিপরিষদ সচিব, আইনসচিব, স্থানীয় সরকার সচিব ও প্রধান নির্বচন কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

জেলা পরিষদ আইন, ২০০০ ও ২০১৬ (সংশোধিত) এর তিনটি ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে না, তাও রুলে জানতে চাওয়া হয়েছে।

এর আগে জেলা পরিষদ নির্বাচন নিয়ে ২০০০ সালে হওয়া রুল এবং আজ হওয়া রুলের শুনানি একসঙ্গে হবে বলে জানিয়েছেন আদালত।

এর আগে গত ২৯ নভেম্বর জেলা পরিষদ নির্বাচন স্থগিত ও জেলা পরিষদ আইনের তিনটি ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, ‘সংবিধানের ১১ ও ৫৯ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নির্বাচন জনগণের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে করতে হয়। কিন্তু জেলা পরিষদ আইনে ৪, ৫ ও ১৭ ধারা অনুযায়ী জেলা পরিষদ প্রশাসক প্রতিনিধির ভোটের মাধ্যমে নির্বাচন করা হবে, যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।’

সূত্র:risingbd.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/04/Thermometer-Hit-Hot.jpg

বৃষ্টির সম্ভাবনা নেই, রাতে বাড়বে গরম

অনলাইন ডেস্ক : ঢাকাসহ দেশের কোনো বিভাগেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/