সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে মুখোশধারী ডাকাতদলের হামলা : গুলিবিদ্ধসহ আহত ১৩

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে মুখোশধারী ডাকাতদলের হামলা : গুলিবিদ্ধসহ আহত ১৩

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে মুখোশধারী ডাকাতদলের হামলা : গুলিবিদ্ধসহ আহত ১৩

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে মুখোশধারী ডাকাতদলের হামলা : গুলিবিদ্ধসহ আহত ১৩

গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ :

কক্সবাজার জেলা সীমান্ত উপজেলা টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে মুখোশধারী স্বশস্ত্র ডাকাতদলের হামলায় গুলিবিদ্ধসহ অন্তত ১৩ ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। ২২ সেপ্টেম্বর ভোরে এ ঘটনা ঘটেছে।

এদিকে এ ঘটনার খবর পেয়ে টহল পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রোহিঙ্গা ক্যাম্প সূত্রে জানায়, ওই সময় ২০/২৫ জনের একদল মুখোশধারী স্বশস্ত্র ডাকাত দল ই-ব্লকের সুপারী বিক্রেতা আব্দুর রহমানের বাড়িতে ঢুকে লুটপাট করার সময় হৈ চৈ শুরু হলে পাশ্ববর্তী লোকজন বস্তিতে অবস্থানকারী পুলিশের একটি টহলের সহায়তায় দলবদ্ধ হয়ে ধাওয়া করলে দূর্বৃত্তরা ১০/১২ রাউন্ড গুলিবর্ষণ করে পাহাড়ের দিকে পালিয়ে যায়।

এ সময় ডাকাত দলের গুলিতে অন্তত ১৩ জন আহত হয়। আহতরা হলেন, ডি-ব্লকের ১৬৩ নং রুমের ইউনুছের ছেলে তৈয়ব (২৬), মোঃ ইউছুপের ছেলে মোঃ কাছিম (৪০) ই-ব্লকের ১৭৮ নং রুমের মিয়া হোছনের ছেলে শব্বির (৩০), ডি-ব্লকের ১২০নং রুমের আব্দুল্লাহর ছেলে মোঃ হোছাইন (১৭), সি-ব্লকের ২৯৭নং রুমের ফয়েজুর রহমানের ছেলে আজিজুর রহমান (৪৫), ডি-ব্লকের ৮৭নং রুমের মনির উল্লাহর ছেলে জামাল (৩০), ৬৩ নং রুমের ছৈয়দুর ছেলে বশির (৩৫), ই-ব্লকের ২৪০ নং রুমের মোঃ শফির ছেলে মোঃ উল্লাহ (১৫), ২৪৫ নং রুমের মোঃ কাশেমের ছেলে মুহিবুল্লাহ (২৫), এ-ব্লকের ২৭নং রুমের ইমাম হোছনের ছেলে মোঃ সালাম (২৬), বি-ব্লকের ৩১১নং রুমের কালা মিয়ার ছেলে শামসুল আলম (৩৫)।

গুলিবিদ্ধ আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। তবে ঘটনার সঙ্গে সম্পৃক্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

এদিকে রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দারা জানান, ঈদুল আযহা উপলক্ষ্যে পাশ্ববর্তী এলাকার চিহ্নিত অপরাধীরা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে পারে।

এ ঘটনায় ক্যাম্পের রোহিঙ্গাদের মাঝে চরম আতংক বিরাজ করছে।

এ ব্যাপারে টহলদলের নেতৃত্বদানকারী টেকনাফ মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খাইরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/