সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / তেহরানে বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের পর ধস : নিহত ৩০

তেহরানে বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের পর ধস : নিহত ৩০

তেহরানের বহুতল বাণিজ্যিক ভবনে আগুন। ছবি: আল জাজিরা

ইরানের রাজধানী তেহরানের একটি বহুতল বাণিজ্যিক ভবন ব্যাপক অগ্নিকাণ্ডে ধসে যাওয়ার পর অন্তত ৩০ জন অগ্নিনির্বাপক কর্মী নিহত হয়েছেন।

ইরানের স্থানীয় সংবাদমাধ্যমের উদ্বৃতি দিয়ে আল জাজিরা এ খবর দিয়েছে।

১৭ তলা ভবনটি ১৯৬০ এর দশকে নির্মাণ করা হয়েছিল। ভবনটিতে একটি শপিং সেন্টারও ছিল।

আগুনের দৃশ্য টেলিভিশনে সরাসরি সম্প্রচারের সময় বৃহস্পতিবার রাত ১১.৩২ মিনিটে এটি ধসে পড়ে। ফার্স নিউজ ও প্রেস টিভি প্রথমে জানায়, ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে অন্তত ৩০ জন অগ্নিনির্বাপক কর্মী নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ এখনও ৩০০ জন অহ্নিনির্বাপক কর্মী ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছেন।

আল জাজিরার প্রতিবেদক জানান, আগুন লাগার পর ভবনটি ধসে পড়ার আগেই ভবনের ভেতর থেকে মানুষজনকে নিরাপদে সরিয়ে ফেলা সম্ভব ছিল। কিন্তু ধসে পড়ার সময়ও ভবনটিতে অনেকেই অবস্থান করছিল। তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ফায়ার সার্ভিসের মুখপাত্র জালাল মালেকিয়াস বলেন, ‘ভবনটির নিরাপত্তা দুর্বলতার বিষয়ে আমরা বারবার কর্তৃপক্ষকে সতর্ক করেছিলাম। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। এখন এত বড় একটি বিপর্যয়ের ঘটনা ঘটল।’

ঘটনার পর থেকেই পুলিশ ভবনটি ঘিরে রেখেছে।

সূত্র:এমআর/টিআর,priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

রামুতে তরমুজের দাম চডা :হিমশিম খাচ্ছে ক্রেতারা

  কামাল শিশির; রামু :কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন স্থানে পবিত্র মাহে রমজানের শুরুতে বিভিন্ন এলাকায় ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/