সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ত্বক ও চুলের যত্নে গ্লিসারিন

ত্বক ও চুলের যত্নে গ্লিসারিন

Life Style -Glycerin

ত্বক ও চুলের যত্নে গ্লিসারিন বেশ উপকারী। গ্লিসারিনের তেমন কোনো পাশ্বপ্রতিক্রিয়া না থাকায়, ত্বক ও চুলের যত্নে নিয়মিত ব্যবহার করতে পারেন গ্লিসারিন।

ত্বকের যত্নে গ্লিসারিন

* গ্লিসারিন ত্বককে সুন্দর ও তারুণ্যে ভরিয়ে তোলে। মুখে, হাঁটুতে ও কনুইয়ে গ্লিসারিন লাগিয়ে দেখুন, রুক্ষতা হাওয়া হয়ে যাবে।

* বিরক্তিকর ব্রণ, অ্যাকনে, ব্ল্যাকহেডস্ থেকে রেহাই দেয় গ্লিসারিন। ত্বকের কোশ উন্নত করে।

* ত্বকের জীবাণুর সংক্রমণ ও তৈলাক্ত ত্বকের সমস্যা থেকে গ্লিসারিন বাঁচায়।

* হাইগ্রোস্কোপিক গুণ থাকায় ত্বকের ক্ষয়ক্ষতি মেরামত করে গ্লিসারিন।

* পানিতে গ্লিসারিন মিশিয়ে লাগালে ত্বক সজীবতা ফিরে পায়। ত্বক ময়েশ্চেরাইজ়ড হয়।

* বলিরেখা নির্মূল করতে সাহায্য করে গ্লিসারিন। ত্বকের তারুণ্য ধরে রাখে।

Life Style - Hire

চুলের যত্নে গ্লিসারিন

* একটুখানি গ্লিসারিন স্কাল্পকে ঠান্ডা করে খুশকি দূর করে।

* কোঁকড়া চুলে নিয়মিত গ্লিসারিন লাগালে পার্থক্যটা বুঝতে পারবেন। দারুণ উপকারী।

* চুলে পুষ্টি ও ময়েশ্চার জোগায় গ্লিসারিন। সুস্থ, স্বাভাবিক চুল পেতে পারেন আপনি।

* অনেকের স্কাল্প চুলকোয়। সেই জ্বালা থেকে বাঁচায় গ্লিসারিন।

* চুলকে ময়েশ্চারাইজ় করে লম্বা হতে সাহায্য করে গ্লিসারিন। চুল পরার সমস্যা থাকে না।

* শ্যাম্পু করার পর ভেজা চুলে গ্লিসারিন ব্যবহার করুন। এটি চুলে প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে, যা চুলকে ঝরঝরে ও মসৃণ করে।

– রাইজিংবিডি,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/