সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নিন্দার ঝড় : ডিএসএ’র ক্রিকেট সম্পাদকের হাতে লাঞ্ছিত ফুটবলার গিয়াস

নিন্দার ঝড় : ডিএসএ’র ক্রিকেট সম্পাদকের হাতে লাঞ্ছিত ফুটবলার গিয়াস

Ninda - (1)ক্রীড়া প্রতিবেদক :

নব্বই দশকের কক্সবাজার তথা চট্টগ্রাম বিভাগের সেরা ফুটবলার, কক্সবাজার জেলা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দলের সাবেক অধিনায়ক গিয়াস উদ্দিন লাঞ্ছিত হয়েছেন। ১৫ জানুয়ারি কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে খোদ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সম্পাদক জসিম উদ্দিন। ডুলাহাজারা ক্রিকেট ক্লাবের খেলোয়াড়-কর্মকর্তাদের বাঁচাতে গিয়ে লাঞ্ছিত হন ডিএসএ’র ক্রিকেট সম্পাদক নামধারী জসিম, আম্পায়ার নামধারী সাজ্জাদ ও টারজানের।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়-১৫ জানুয়ারি কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অব্যবস্থাপনায় ভরা জেলা ক্রিকেট সংস্থা ও ডুলাহাজারা ক্রিকেট ক্লাবের দ্বিতীয় রাউন্ডের ভাইটাল ম্যাচ ছিল।

ডিএসএ’র সদস্য তসলিমের মালিকানাধীন একতার বিরুদ্ধে ম্যাচটিতে শুরুতেই আভাস পাওয়া গিয়েছিল অনিয়মের। ম্যাচে আম্পায়ার হিসেবে নামায় সাজ্জাদ ও টারজানকে। রেকর্ড বিতর্কিত সিদ্ধান্তে ফল ভোগ করে শিরোপা প্রত্যাশী ডুলাহাজারা। দু’আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে ডুলাহাজারা অল্প রানে ম্যাচ হারে। ম্যাচ শেষে ডুলাহাজারার দশেক ত্রিশেক খেলোয়াড় কর্মকর্তা গ্যালারিতে বসে আম্পায়ারের জঘন্য সিদ্ধান্তের প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে দু’আম্পায়ার ও ক্রিকেট সম্পাদক ডুলাহাজারার টেন্টে গিয়ে খেলোয়াড়-কর্মকতাদের উপর হামলে পড়ে। এ সময় মাঠে খেলা দেখতে আসা কৃতি ফুটবলার গিয়াস আক্রান্তদের রক্ষা করতে গিয়ে নিগৃহীত হন।

এ ব্যাপারে জানতে চাইলে ক্রিকেট সম্পাদক বাহারছড়ার জসিম জানান-মাঠে পুলিশ নেই তাই আম্পায়ারদের কটুক্তি করার নিজেই শায়েস্তা করতে চেয়েছি। সাবেক ডিএসএ’র ক্রিকেট সম্পাদক রতন দাশ জানান-গিয়াসের মতো কক্সবাজারের গর্বিত সন্তানের উপর হামলা ন্যাক্কারজনক। রতন আরও জানান-এতদিন ক্রিকেটের সাথে আছি, কিন্তু ম্যাচের দু’আম্পায়ারের নাম কখনো শুনিনি।

ডিএসএ/জেলা ফুটবল ক্লাব সমিতি ও জেলা ফুটবল কোচেস এসোসিয়েশনের নিন্দা

এদিকে কক্সবাজার জেলার গর্বের ধন, ক্রীড়া ক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদক বস্নু প্রাপ্ত, কক্সবাজার জেলা ফুটবল দলের সাবেক অধিনায়ক গিয়াস উদ্দিনের উপর ডিএসএ’র ক্রিকেট সম্পাদক জসিম উদ্দিনের নেতৃত্বে লাঞ্ছিত করার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জেলা ফুটবল এসোসিয়েশন, জেলা ফুটবল ক্লাব সমিতি, জেলা ফুটবল কোচেস এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

পৃথক বিবৃতিতে নেতৃবৃন্দ-এই ন্যাক্কারজনক ঘটনার শাস্তি হিসেবে ডিএসএ’র ক্রিকেট সম্পাদক থেকে বহুল বিতর্কিত জসিম উদ্দিনকে অপসারণের দাবি জানান। নচেৎ ডিএসএ’র কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী ঘোষণার হুঁশিয়ারি উচ্চারণ করেন কক্সবাজারের ফুটবল সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/