সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / পারফিউম ব্যবহার করবেন যেভাবে

পারফিউম ব্যবহার করবেন যেভাবে

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/10/Life-style-Parfume.jpg?resize=540%2C346&ssl=1

পারফিউম ব্যবহার করবেন যেভাবে

অনলাইন ডেস্ক :
গরমে শরীর ঘেমে যাওয়ায় দুর্গন্ধ নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। আর বেশিরভাগ মানুষই ঘামের দুর্গন্ধ থেকে পরিত্রাণের জন্য বডি-স্প্রে, পারফিউম ব্যবহার করেন। কেননা পারফিউম বা বডি স্প্রে আমাদের দৈনন্দিন জীবনের অনুষঙ্গ। পারফিউম বা বডি স্প্রে ব্যবহারের পর কিছুক্ষণ যেতেই হালকা হতে থাকে সুগন্ধ। কয়েকটি নিয়ম মেনে চললেই সুগন্ধি ব্যবহার করলে অনেকক্ষণ ধরে প্রিয় সুঘ্রাণ ঘিরে রাখবে আপনাকে।

  • গোসলের পর পারফিউম বা বডি স্প্রে ব্যবহারের পর শরীরের সুগন্ধে মনও ফুরফুরে থাকে। এতে করে সুঘ্রাণ দীর্ঘ সময় থাকে।
  • চিবুকের নিচে গলার দুপাশে পারফিউম ব্যবহার করুন। এ ছাড়া বুকের দুপাশেও বডি স্প্রে করুন। তাতে গন্ধ দীর্ঘস্থায়ী হওয়ার সঙ্গে তীব্রও হবে
  • পারফিউম দেওয়ার সময় বোতল শরীর থেকে ৫-৭ ইঞ্চি দূর থেকে স্প্রে করুন।
  • অনেকেই পারফিউম স্প্রে করার পর দুই কব্জি ঘষে নেন বা আঙুলের মাথা দিয়ে কানের পিছনে ঘষতে থাকেন। এটা করলে সুগন্ধ দীর্ঘস্থায়ী হয় না। পারফিউমকে নিজে নিজে শুকোতে দিন।
  • পারফিউম ব্যবহারের পর ময়শ্চারাইজার লাগিয়ে নিলে সুগন্ধ স্থায়ী হয়। ত্বকের যে অংশে পারফিউম বা সুগন্ধী লাগিয়েছেন তার উপর নন-সেন্টেড ময়শ্চারাইজার লাগিয়ে নিন।
  • পারফিউম ব্যবহারের আগে হাতের কব্জি বা ত্বকে ভেসলিন লাগিয়ে নিন। এতে আর্দ্র ত্বকে সুগন্ধ আটকে থাকে দীর্ঘক্ষণ।
  • কাপড়ের ওপরে নয়। এতে পারফিউম ব্যবহারে অনেক সময় দাগ বসে যাওয়ারও আশঙ্কা থাকে বরং শরীরের পালস পয়েন্টগুলোতে পারফিউম ব্যবহার করুন।
Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/