সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / পেকুয়ায় চিংড়িঘেরের বিরোধ নিয়ে কুপিয়ে আহত ৭ : আটক ২

পেকুয়ায় চিংড়িঘেরের বিরোধ নিয়ে কুপিয়ে আহত ৭ : আটক ২

Handcuff - 12 (d)এম.আবদুল্লাহ আনসারী,পেকুয়া:

উপকূলীয় উপজেলা পেকুয়ায় চিংড়ি ঘেরের মালিকানা বিরোধ নিয়ে একটি বসতঘরে সন্ত্রাসী হামলায় মাদ্রাসা ছাত্র ও মহিলাসহ ৭জনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে চিহ্নিত অস্ত্রধারী দুর্বৃত্তরা। ওই ঘটনার জের ধরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হামলার পর আহতরা যাতে হাসপাতালে আনতে না দিয়ে ওই অস্ত্রধারীরা চলাচল পথে স্বসস্ত্র অবস্থান নিয়ে ব্যারিকেট তৈরী করে প্রায় দেড় ঘন্টা অবরুদ্ধ করে রাখে।

খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে পেকুয়া হাসপাতালে ভর্তি করে। এসময় পুলিশ উভয় পক্ষের দু’জনকে আটক করে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, নিকটতম আত্মীয়-স্বজনের মধ্যে ২৪ আগষ্ট সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সিরাদিয়া এলাকায় এঘটনা সংঘটিত হয়। আহতরা হলেন ওই এলাকার মৃত এমদাদ মিয়ার পুত্র আফতাব উদ্দিন (৪৮) তার পুত্র সালাহ উদ্দিন (২৫), মৃত জালাল আহমদের পুত্র পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামীয়া মাদ্রাসার ১০ম শ্রেনীর ছাত্র হাফেজ জমির উদ্দিন (১৭), আব্দুল করিমের পুত্র ওয়াহিদ (৭), মৃত দানু মিয়ার স্ত্রী ছেমন আরা (৪৮), সুজা মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম (৪২) ও আফতাব উদ্দিনের স্ত্রী পারভিন আক্তার (৩৮।

এদের মধ্যে আফতাব উদ্দিন, সালাহ উদ্দিন ও মাদ্রসা ছাত্র জমির উদ্দিনকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে। তাদের মাথা, ঘাড়, হাত ও পিঠে অসংখ্য ধারালো কিরিচের মারাত্মক জখম রয়েছে।

আটককৃতরা হলেন ওই এলাকার মৃত জিন্নাত আলীর পুত্র মো: বাবুল ও আবুল কাসেমের পুত্র কাইসার।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ছিরাদিয়া এলাকায় ৬২জন অংশীদারের সমন্বয়ে একটি চিংড়ি প্রজেক্ট রয়েছে। ওই দিন সকালে জমির বিরোধ নিয়ে আফতাব উদ্দিনের সাথে তার শেয়ারদার মকছুদ ও তৌহিদের সাথে বাগবিতণ্ডা হয়। ওই সময় পুর্ব থেকে ওতপেতে থাকা রুস্তম আলীর পুত্র মকছুদ, মো: আলীর পুত্র হাসান, হোসেন, খোরশেদ, মৃত জিন্নাত আলীর পুত্র জয়নাল, বাবুল, আজম খানের পুত্র নাইবু, জসিম উদ্দিনের পুত্র কফিল, আরফান, বাবুলের পুত্র হেফাজ, মৃত বাদশাহ মিয়ার পুত্র শাহাব উদ্দিন, আমির হোসেনের পুত্র বদিউল আলম, নজরুলসহ ২০/২৫ জনের সংঘবদ্ধ লোকজন অস্ত্রসস্ত্র নিয়ে আফতাব উদ্দিনের বাড়িতে হানা দেয়।

ওই ঘটনার জের ধরে তারা এলোপাতাড়ি কুপিয়ে তাদেরকে আহত করেছে। আফতাব উদ্দিনের স্ত্রী পারভিন আক্তার, জানিয়েছেন তার ভাই আযম খান এ ঘটনার নেপথ্য নায়ক। তিনি সদর ইউনিয়ন আ’লীগের সভাপতির প্রভাব খাটিয়ে তার লোকজনকে দিয়ে আমার বাড়িতে এসে এ নারকীয় তাণ্ডব চালিয়েছে। আ’লীগ নেতা আযম খানের ভাগিনা কাইসার জানিয়েছেন ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে ওই নেতা আমাদের জায়গা জমি কেড়ে নিয়েছে। প্রতিবাদ করলে হামলা ও মামলার ভয় দেখায়।

সুজা মিয়ার স্ত্রী মনোয়রা, মৃত দানু মিয়ার স্ত্রী ছেমন আরা জানান আযম খানের অত্যাচার বেড়ে যাওয়ায় আমরা সমাজ পর্যন্ত আলদা করে ফেলেছি। এরপরেও সে তার বাহিনী দিয়ে অত্যচার নির্যাতন অব্যাহত রাখায় আমরা এখন চরম ভাবে অসহায় পড়েছি। পেকুয়া থানার ওসি আবদুর রকিব জানিয়েছেন খবর পাওয়া মাত্রই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে মামলা রেকর্ড করা হবে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/