সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / পেকুয়ায় পরিবেশবাদী সংগঠনের মানববন্ধন

পেকুয়ায় পরিবেশবাদী সংগঠনের মানববন্ধন

manob-badhan-shagir-ajgari-5-12-16-news-2pic-f1-2

এস.এম.ছগির আহমদ আজগরী;পেকুয়া :

কক্সবাজারের পেকুয়ায় পরিবেশবাদী সংগঠনের উদ্যোগে মানববন্ধন পালিত হয়েছে। ৪ ডিসেম্বর রোববার বিকাল ৫টায় উপজেলার প্রাণকেন্দ্র কলেজ গেইট চৌমুহুনী চত্বরে এ কর্মসূচী অনুষ্টিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এলাকায় নির্বিচারে পাহাড়কাটা, সংরক্ষিত রিজার্ভেরসহ উপকুলীয় জনপদের প্যারাবন নিধন, পুকুর-জলাশয় ভরাট, অপরিকল্পিত ইটভাটা নির্মান ও যত্রতত্র গড়ে উঠা কাঠ চিড়াইয়ের করাতকল বন্ধ সহ পরিবেশ বিনাশ বিধ্বংশী কর্মযজ্ঞে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানূগ ব্যবস্থা গ্রহনের দাবীতে বিভিন্ন শ্লোগান সংবলিত প্ল্যাকার্ড, পোষ্টার, ব্যনারে সজ্জ্বিত হয়ে ১০/১৫জনের একদল লোক উক্ত মানববন্ধন কর্মসূচী পালন করে। এদিকে ঘটা করে কোন ধরনের পূর্ব ঘোসনা ছাড়াই ১০/১৫জনের একদল লোক নিয়ে পরিবেশ রক্ষার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালনের ঘটনা এলাকার জনমনে কৌতুহল ও নানা প্রশ্নের আলোচনা সমালোচনা দেখা গেছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

রামুতে তরমুজের দাম চডা :হিমশিম খাচ্ছে ক্রেতারা

  কামাল শিশির; রামু :কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন স্থানে পবিত্র মাহে রমজানের শুরুতে বিভিন্ন এলাকায় ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/