সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / পেকুয়ায় রাজাখালী শাহ আজগর (কঃ) ভান্ডার দরবার শরীফের ওরশ শরীফ সোমবার

পেকুয়ায় রাজাখালী শাহ আজগর (কঃ) ভান্ডার দরবার শরীফের ওরশ শরীফ সোমবার

নিজস্ব প্রতিনিধি; পেকুয়া :

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের শাহ আজগর (কঃ) ভান্ডার দরবার শরীফের পবিত্র বার্ষিক ওরশ শরীফ ২৬ডিসেম্বর সোমবার। এ উপলক্ষ্যে নানা ধর্মীয় আয়োজন ও প্রস্তুতি গ্রহন করেছে সংশ্লিষ্টরা।

জানা যায়, প্রতি বাংলা বর্ষের ১২পৌষ পর্যটন নগরী কক্সবাজারের প্রখ্যাত সূফী সম্রাট অলিয়ে কামেল রাজাখালীর পীর হযরত শাহ আজগর (কঃ)র’ বার্ষিক ওরশ শরীফ অনুষ্টিত হয়। এবারেও দরবারের আওলাদ ও মোতোয়াল্লীগণের পক্ষে মোঃ শাহ আলম আজগরী জানিয়েছে, প্রতি বছরের ন্যায় ১২পৌষ-১৪২৩বঙ্গাব্দ, ২৪রবিউল আউয়াল-১৪৩৮হিজরী ২৬ডিসেম্বর-২০১৬ইংরেজী রোজ সোমবার মহান এ আধ্যাত্মিক সাধকের পবিত্র বার্ষিক ওরশ শরীফ উপজেলার রাজাখালী  ইউনিয়নের ৭নং ওয়ার্ড মৌলভীপাড়াস্থ্য (সবুজ বাজারের দক্ষিন-পশ্চিম পার্শ্বে) বাবাজান হুজুর কেবলার সমাধি প্রাঙ্গনে অনুষ্টিত হবে। এতে সকল ধর্মপ্রাণ মানূষের উপস্থিতি ও অংশগ্রহনের মাধ্যমে রেজামন্দী হাশিলের আমন্ত্রন জানাচ্ছি।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/04/Thermometer-Hit-Hot.jpg

বৃষ্টির সম্ভাবনা নেই, রাতে বাড়বে গরম

অনলাইন ডেস্ক : ঢাকাসহ দেশের কোনো বিভাগেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/