সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / প্রাকৃতিক ও পরিবেশ / বনবিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান

বনবিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান

উখিয়ার পালংখালীতে ৩টি বসতবাড়ী উচ্ছেদ : ২৪টি সরিয়ে নেওয়ার নির্দেশ

Ocched - Rafiq Kutbazar, 07-04-2016 news 3pic - f1 (1)

রফিক মাহামুদ; কোটবাজার :

কক্সবাজারের উখিয়ার উপজেলা ক্রাইম জোন খ্যাত পালংখালী ইউনিয়নের পশ্চিম পালংখালী আগর বাগানে বনভূমি দখল করে অবৈধ ভাবে নির্মিত ৩টি বসতবাড়ী উচ্ছেদ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাঈন উদ্দিন। এসময় তিনি আগর বাগানে অবস্থিত ২৪টি বসতবাড়ী আগামী ৩দিনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। না হয়, ৬মাসের কারাদন্ড প্রদান করা হবে হুশিয়ারী দেন ইউএনও।

৭মার্চ বিকাল ৩টায় বন বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত উচ্ছেদ অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়ার সহকারী বন সংরক্ষক সওয়ার আলম, রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম, থাইংখালী বিট কর্মকর্তা আব্দুল মান্নান, মুছারখোলা বিট কর্মকর্তা মাসুদ সরকার সহ বন পাহারাদল, উপকারভোগী, ভিলেজার সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে ২০১০-১১ অর্থ বছরে সৃজিত ৪০ হেক্টর আগর বাগানে ১০০জন উপকারভোগী রয়েছেন। কিন্তু সম্প্রতি উক্ত আগর বাগানের গাছ-গাছালি উচ্ছেদ করে বনভূমিকে বিরানভূমিতে পরিণত করে অন্তত অর্ধশতাধিক বসতবাড়ী নির্মাণ করেছে এক শ্রেণীর ভূমিদস্যু চক্র।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় চাম্পাতলী বৌদ্ধ বিহার আগুনে পুড়ে গেছে https://coxview.com/fire-rafiq-16-4-24-1/

লামায় চাম্পাতলী বৌদ্ধ বিহার আগুনে পুড়ে গেছে

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :পার্বত্য জেলা বান্দরবানের লামা পৌরসভার চাম্পাতলী বৌদ্ধ বিহারের চেরাং ঘরে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/