সাম্প্রতিক....

বন্ধু


জান্নাতুন নাঈম প্রিয়তা

যখন সব অগোছালো আর এলোমেলো,
যখন শূন্যতা আমায় ঘিরে ধরল,
একাকীত্ব আমার সঙ্গী হল,
ঠিক তখন, ঠিক তখনই তোমার আগমন ঘটল।

তুমি বড়ই অদ্ভুত,
কি একটা অদ্ভুত মায়ায় ঘিরে ধরেছিলে আমায়।
অমাবশ্যা রাতে যেন পূর্নিমা হয়ে,
জীবনকে পরিপূর্ণ করেছিলে ষোল আনায়।

তুমি আমার শূন্য ঘরের ভরা আনন্দ,
অগোছালো জীবনের ছন্দ।
তুমি আমার কবিতা নও প্রবন্ধ,
যে প্রবন্ধের নেই কোনো অন্ত।।

গ্রীষ্মের প্রখর রোদে একটুখানি ছায়া তুমি
এক পশলা বৃষ্টি শেষে আমার আকাশের রংধনু তুমি।
অন্ধকার রাতের তারার আলো তুমি।
আমার হাজার স্বপ্নের স্রষ্টা তুমি।

বন্ধু তুমি হারিয়ে যেয়ো না, ফিরে এসো বারবার।
সাথে থেকো, পাশে থেকো দুঃসময়ে আমার।
মনের অসুখের ডাক্তার তুমি, প্রিয়জন আমার।
বন্ধু তুমি প্রাণের বন্ধু, আছ হৃদয়জুড়ে আমার।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে কবি মুহম্মদ নুরুল হুদার জন্মদিনে হুদা মেলা…….

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :দরিয়া নগরের জাতিসত্ত্বার কবি মুহম্মদ নুরুল হুদার জন্মদিন উপলক্ষে একদিন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/