সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বাংলাদেশকে হালকাভাবে দেখছে না দ.আফ্রিকা

বাংলাদেশকে হালকাভাবে দেখছে না দ.আফ্রিকা

south-africaঅনলাইন ডেস্ক : বিশ্বকাপের পর বদলে যাওয়া বাংলাদেশ দলকে হালকাভাবে দেখছে না প্রোটিয়ারা। ঘরের মাঠে টানা দুই সিরিজ জয়ের পর মাশরাফিদের শক্তিমত্বা ভালোই দুশ্চিন্তায় ফেলেছে সফরকারী দলকে।

বুধবার মিরপুরে দক্ষিণ আফ্রিকা দলের টি-টোয়েন্টি অধিনায়ক ফাফ ডুপ্লেসিস আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

একইসঙ্গে বাংলাদেশের আবহাওয়ায় খাপ খাওয়াতে একটু সময় লাগছে বলে জানান এ অধিনায়ক।

পাকিস্তানকে বাংলাওয়াশ ও ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়, সব মিলিয়ে দলের ইতিহাসের সবচেয়ে দূর্দান্ত এক সময় পার করছে টিম বাংলাদেশ। আত্মবিশ্বাসের ভরপুর মাশরাফি বাহিনী ৫ জুলাই থেকে দু’টি টু টোয়েন্টি, তিনটি ওয়ান ডে এবং দুইটা টেস্ট খেলবে র্যাং কিংয়ের ৪ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার সঙ্গে।

যদিও পরিসংখ্যান বলে, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা ১৪ ওয়ানডের মাত্র একটিতে জয় পেয়েছে বাংলাদেশে, তাও ২০০৭ বিশ্বকাপে। তবে সাকিব-সৌম্য-মুস্তাফিজ বাহিনী এখন শুধু নতুন পরিসংখ্যানের হিসেব খুঁজছে। অনুশীলনের দ্বিতীয় দিনেও, যেন তারই প্রতিচ্ছবি।

ইনডোরে ব্যাট-বলে ঝালিয়ে নেন হাথুরুসিংহের শিষ্যরা। টি-টোয়েন্টি দিয়ে প্রোটিয়ারদের বিপক্ষে সিরিজ শুরু করবে টাইগাররা। তাই অনুশীলনের ধাঁচটাও বেশ আগ্রাসী। মিরপুরের মূল উইকেটের পাশে, প্রায় ঘণ্টা দু’য়েক চলে প্র্যাকটিস।

ঢাকায় আসার একদিন পরই বুধবার ব্যাট-বল হাতে নামার আগে, আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে অনুশীলনের পুরো সময়টাই ফিটনেসের প্রতিই মনোযোগ তাদের। বিশ্বকাপের পর, এই প্রথম সিরিজ খেলতে মাঠে নেমেছে প্রোটিয়ারা। স্বাগতিকদের নিয়ে ভালোই গ্রাফ করে এসেছে, তা বুঝা গেলো তাদের কথায়।

ফাফ ডুপ্লেসিস বলেন, বাংলাদেশকে সমীহ করছেন তারা। সেইসঙ্গে, বাংলাদেশের আবাহাওয়া নিয়েও কিছুটা সমস্যা হচ্ছে বলে জানান তিনি। সূত্র: বার্তাবাংলা।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/