সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / জীব ও প্রকৃতি / বানর সুরক্ষায় বন মন্ত্রণালয়সহ ১০ জনকে লিগ্যাল নোটিশ

বানর সুরক্ষায় বন মন্ত্রণালয়সহ ১০ জনকে লিগ্যাল নোটিশ

 

সারাদেশের অসহায় বন্যপ্রাণী বানর সুরক্ষায় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের সংশ্লিষ্ট ১০ জনের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। প্রাণী রক্ষার এক সংগঠনের পক্ষে বুধবার বিকেলে ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী শিহাবুদ্দিন খান এই নোটিশ পাঠান।

বিভিন্ন পত্রিকায় ‘অসহায় বন্যপ্রাণী বিদ্যুতের তারে জড়িয়ে ঝলসে যাচ্ছে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে এ নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী শিহাবুদ্দিন খান।

তিনি জানান, নোটিশ পাওয়ার পর বানরের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে হাইকোর্টে রিট আবেদন করা হবে।

গত ৭ জানুয়ারি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ময়মনসিংহের ফুলবাড়িয়া সন্তোষপুর বনাঞ্চলে পল্লী বিদ্যুতের কভারবিহীন তারে ঝলসে আহত হচ্ছে বানর। গেল এক সপ্তাহে ৮-১০টি বানরের হাত, পা, মুখ ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে গুরুতর আহত হয়। এরপরও পদক্ষেপ না নেয়ায় হুমকির মুখে পড়েছে বনাঞ্চলের প্রাণিরা।

 

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

তুমব্রু সীমান্তে চোরাই পথে আনা ২৭টি মহিষ জব্দ করেছে বিজিবি

কামাল শিশির; রামু : পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ির উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে অবৈধভাবে মায়ানমার থেকে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/