সাম্প্রতিক....

ব্যথিত হৃদয়


-: জান্নাতুন নাঈম প্রিয়তা :-

 

হৃদয়ের এ আর্তনাদ তো কেউ শুনতে পাই না
যন্ত্রণায় করছে ভেতরটা হাহাকার।
দেখতে তো পাই না কেউ,
রক্তাক্ত হৃদয়ের আহাজারি!

জানিনা এ কেমন অদৃষ্ট!
লালিত পালিত করছি দুঃখ, কষ্ট।
জ্বলে পুড়ে জীবন ছারখার নষ্ট।
পথহারা পথিক আমি, হলাম পথভ্রষ্ট।

আবেগ ভালোলাগা আর ভালোবাসা।
সৃষ্টি করেছে তিক্ততা, ঘৃণিত অভিজ্ঞতা।
মিথ্যে স্বপ্ন, মিথ্যে আশা-আকাঙ্ক্ষা।
চারদিক অন্ধকার, একাকী বিষন্নতা।

একাকী রাত, একাকী দিন।
কাটছে সময় অস্থিরতায়, বিরতিহীন।
দুঃশ্চিন্তা, দুর্ভাবনা, দুঃসময়ের রাত।
কাটছে নিশ্চুপ, নির্ঘুম, নিদ্রাহীন।

জানিনা এ কেমন অদৃষ্ট!
দুঃখ, কষ্ট, যন্ত্রণায় জর্জরিত।
অন্ধকার রাতের, আলোহীন চাঁদ।
বিশ্রামহীন চোখের, নির্ঘুম রাত।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে কবি মুহম্মদ নুরুল হুদার জন্মদিনে হুদা মেলা…….

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :দরিয়া নগরের জাতিসত্ত্বার কবি মুহম্মদ নুরুল হুদার জন্মদিন উপলক্ষে একদিন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/