সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ব্রাহ্মণপাড়ায় জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ব্রাহ্মণপাড়ায় জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সীমা চন্দ্র নম; কুমিল্লা থেকে :

৩৮ তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আজ সকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলানায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে  সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী। সভায় আগামী ২৯-৩০ জানুয়ারি ২ দিনব্যাপী ১৫ থেকে ২০টি স্টলে উপজেলা পরিষদ মিলানায়তনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহনে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হবে।

জুনিয়র, সিনিয়র এবং বিশেষ একটি গ্রুপে বিভিন্ন প্রকল্পের উদ্ভাবন মেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। ৩১ জানুয়ারি সমাপনী দিনে বিজ্ঞান বিজয়ীদের উপর ১০০ টি প্রশ্নের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সভায় ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: শহিদুল করিম, ওসি (তদন্ত) শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ, কৃষি কর্মকর্তা এনএম আলমগীর বাদশা, মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম, স্কাউটস সম্পাদক মোহাম্মদ  ইলিয়াছ ভূইয়া, অধ্যক্ষ মোহাম্মদ  ছাইদুর রহমান, সহকারী শিক্ষক রেজাউল করিম, ইউএসআই মোহাম্মদ আলী আশরাফ, সহ: শিক্ষক মনির হোসেন খন্দকার, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, সহ: শিক্ষিকা রোজিনা আক্তার, সহ: শিক্ষক আবদুল জলিলসহ উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

রামুতে তরমুজের দাম চডা :হিমশিম খাচ্ছে ক্রেতারা

  কামাল শিশির; রামু :কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন স্থানে পবিত্র মাহে রমজানের শুরুতে বিভিন্ন এলাকায় ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/