সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / মিয়ানমার থেকে আসা ৩০ রোহিঙ্গাকে আটক

মিয়ানমার থেকে আসা ৩০ রোহিঙ্গাকে আটক

হুমায়ুন কবির জুশান, উখিয়া :

কক্সবাজার জেলার উখিয়া সীমান্তের থাইংখালী আনজুমানপাড়া নাফনদী পার হয়ে আসা ৩০ জন অনুপ্রবেশকারী রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে পালংখালী বিজিবি’র সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসব রোহিঙ্গারা গত রোববার রাত ১২টার দিকে ভাটার সময় এসব রোহিঙ্গারা কোমর পানি পেরিয়ে বেড়ি বাঁধের উপর আশ্রয় নেয়। এসময় স্থানীয় কতিপয় দুর্বৃত্ত ওই সব রোহিঙ্গাদের হাতে থাকা টাকা কড়ি কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাত আড়াইটার দিকে এসব রোহিঙ্গারা কুতুপালং বস্তিতে চলে আসার চেষ্টা করলে পালংখালী বিজিবি’র সদস্যরা তাদের আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে যায়। ওখানে তাদেরকে খাদ্য ও মানবিক সেবা দেওয়া হচ্ছে বলে বিজিবি জানিয়েছেন।

কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, আটক রোহিঙ্গাদের আজ মঙ্গলবার যে কোন এক সময় মিয়ানমারে ফেরত পাঠানো হবে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

রামুতে তরমুজের দাম চডা :হিমশিম খাচ্ছে ক্রেতারা

  কামাল শিশির; রামু :কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন স্থানে পবিত্র মাহে রমজানের শুরুতে বিভিন্ন এলাকায় ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/