সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / মুক্তি পাচ্ছে ‘ঢাকা ড্রিম’

মুক্তি পাচ্ছে ‘ঢাকা ড্রিম’

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/10/Entertainment-Dhaka-Dream-Poster.jpg?resize=540%2C347&ssl=1

অনলাইন ডেস্ক :

অবশেষে মুক্তি পাচ্ছে নির্মাতা প্রসূন রহমানের সিনেমা ‘ঢাকা ড্রিম’। আগামীকাল শুক্রবার (২২ অক্টোবর) রাজধানীর প্রধান প্রধান প্রেক্ষাগৃহ সহ স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী সিনেমা ও নারায়ণগঞ্জের সিনেস্কোপে মুক্তির ক্ষণ গুনছে।

ছবিটি ইতোমধ্যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া, টরন্টো থেকে ঘুরে এসেছে। কানাডার দ্বিতীয় বৃহত্তর এই উৎসবে গিয়ে প্রশংসিত হয়েছে এই ‘ঢাকা ড্রিম’।

ছবিটির মুক্তি নিয়ে পরিচালক প্রসূন রহমান বলেন, আভ্যন্তরীণ বাস্তুচ্যুতি, জীবিকার প্রয়োজন ও উন্নত জীবনের আশায় ঢাকামুখি প্রান্তিক মানুষের স্বপ্ন ও স্বপ্নভঙ্গের গল্প নিয়ে নির্মিত ‘ঢাকা ড্রিম’। খুশির খবর হচ্ছে অবশেষ ছবিটি মুক্তি দিতে পারছি। আপাতত অত্যাধুনিক প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি দিচ্ছি। পাশাপাশি কিছু সিঙ্গেল স্ক্রিনেও মুক্তির পরিকল্পনা রয়েছে।

প্রসূন রহমানের ভাষ্যে ‘ঢাকা ড্রিম’ হলো, ‘আমরা তো ঢাকায় আসি দেশের বিভিন্ন প্রান্ত থেকে। তাদের একেক জনের একক রকম কারণ। আমরা সিনেমাটি করার আগে শতাধিক মানুষের সাক্ষাৎকার নিয়েছিলাম। সেখানে জানতে চেয়েছিলাম তাদের ঢাকায় আসার কারণ এবং আমরা অদ্ভুত সব কারণ পেয়েছি। সেখান থেকে উল্লেখযোগ্য দশটি কারণ, তাদের সংকট-সংগ্রাম নিয়ে এ সিনেমাটি করা। আগামীকাল যিনি ঢাকায় আসবেন তার আজকের দিনটি কেমন, কেন, কোন আশায়, কোন প্রেক্ষাপটে তিনি ঢাকায় আসছেন, সেটি আমরা ক্যামেরায় তুলে আনার চেষ্টা করেছি।’ ছবিতে আছে অনেক চরিত্র- যৌনকর্মী, ছাত্র, স্বল্পশিক্ষিত বেকার, অন্ধ ভিক্ষুক, স্বামী পরিত্যক্তা নারী, খুনি, রিকশাচালক, নরসুন্দর, রিয়্যালিটি শোয়ের প্রতিযোগী ও নদী ভাঙনে গৃহহারা পরিবারের ছায়া। ‘ঢাকা ড্রিম’ সিনেমা যে স্বপ্নের কথা বলবে, সে স্বপ্ন পর্দায় দেখানো হলেও তা দেখতে বাস্তবের চেয়েও কঠিন, তেমনটাই জানিয়েছেন সিনেমার অভিনয়শিল্পীরা।

‘ঢাকা ড্রিম’ সিনেমায় আয়নাল ফকির নামের রহস্যময় এক অন্ধ ভিক্ষুকের চরিত্রে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু। এছাড়াও এতে গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন শাহাদাৎ হোসেন, মুনিরা মিঠু, আবদুল্লাহ রানা, শাহরিয়ার ফেরদৌস সজীব, আনোয়ার হোসেন চৌধুরী, নাইরুজ সিফাত, জয়িতা মহলানবীশ, পূর্ণিমা বৃষ্টি, সায়মা নীরা, সায়কা আহমেদ, সুজাত শিমুল, ইকবাল হোসেন, আরশ খান, ফজলুল হক, আক্তার হোসেন, জামাল রাজা, আর এ রাহুল, ফারুক আহমেদ, শরিফুল আজম পিন্টু, এসএম মহসিন, মাহবুবুর রহমান, খোরশেদ আলম, তৃষা রায়, এমিল, রানা, তাশফীসহ অনেকে এবং প্রয়াত এসএম মহসীন সহ আরো অনেকে। চলচ্চিত্রটির সংগীতায়োজনে রয়েছেন বরেন্য শিল্পী কুমার বিশ্বজিৎ।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Election-Sayed-Alam-Sagar-21-4-24.jpeg

ঈদগাঁও ইউপির চেয়ারম্যান ছৈয়দ আলম নির্বাচনী জনমত জরিপে এগিয়ে

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচনে এবার ভিন্ন পরিসরে প্রচারণায় চালিয়ে যাচ্ছেন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/