সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / প্রাকৃতিক ও পরিবেশ / মেহেরঘোনা রেঞ্জের অধীনে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সবুজ বনায়ন সৃজিত হচ্ছে 

মেহেরঘোনা রেঞ্জের অধীনে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সবুজ বনায়ন সৃজিত হচ্ছে 

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/12/Forest-Department-Sagar-22-12-2.jpeg?resize=620%2C286&ssl=1

মেহেরঘোনা রেঞ্জের অধীনে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সবুজ বনায়ন সৃজিত হচ্ছে

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
“মুজিববর্ষের আহবান, লাগাই গাছ বাড়ায় বন” এই শ্লোগানকে সামনে রেখে কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন মেহেরঘোনা রেঞ্জের অধীনে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বর্তমান সরকারের বিভিন্ন প্রকল্পে সবুজ বনায়ন সৃজিত হচ্ছে। সবুজের সমারোহে বেড়ে উঠছে বনায়ন।
রেঞ্জ কর্মকর্তা রিয়াজ রহমান জানান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে বন অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের আওতায় বনায়ন করা হচ্ছে। (২০-২১) সনে ২শ ১০হেক্টর বাগানে বনায়ন করা হয়। ১শত ৭৫ হেক্টর বাগানে গাছ লাগানো হবে।
সুফল প্রকল্পের অধীনে (২০২০-২১) সনে ১শত ৫০ হেক্টর বাগান সৃজন করা হয়। এতে প্রায় ৩০/৩৫ প্রজাতির বনজ গাছের চারা লাগানো হয়েছে। বিশেষ করে, দেশীয় প্রজাতির বিভিন্ন ধরনের বিলুপ্ত প্রায় প্রজাতির গাছের চারা লাগানো হয়।
এছাড়াও (২০২০-২১) সনে কক্সবাজার জেলার সবুজ বেষ্টনী সৃজন, প্রতিবেশ, পুরুদ্বার ও ইকো ট্যুরিজম উন্নয়ন প্রকল্পের আওতায় ৬০ হেক্টর বাগান সৃজিত হয়। আবার ২০২১-২২ সনে সুফল প্রকল্পের অধীনে ১শত ৭৫হেক্টর বাগান সৃজন করা হবে। বর্তমানে নার্সারী উত্তোলনের কাজ চলমান রয়েছে।
Share

Leave a Reply

Advertisement

x

Check Also

রামুতে তরমুজের দাম চডা :হিমশিম খাচ্ছে ক্রেতারা

  কামাল শিশির; রামু :কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন স্থানে পবিত্র মাহে রমজানের শুরুতে বিভিন্ন এলাকায় ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/