সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / মোলায়েম ত্বক পেতে মুলতানি

মোলায়েম ত্বক পেতে মুলতানি

life-style

প্রাচীনকাল থেকে রূপচর্চায় ব্যবহৃত হয়ে আসছে মুলতানি মাটি। নারী, পুরুষ উভয়ের ত্বকের জন্যই সমানভাবে কার্যকরী এই উপাদান। ম্যাগনেশিয়াম ক্লোরাইড সম্পন্ন মুলতানি মাটি ত্বকের একাধিক সমস্যা সমাধান করে ত্বককে করে তোলে ঝলমলে ও প্রাণবন্ত। জেনে নিন ত্বকের যত্নে মুলতানি মাটির কিছু উপকারিতা।

* অ্যাকনের সমস্যায়: যারা ব্রণ বা অ্যাকনের সমস্যায় ভুগছেন বা যাদের মুখে কালচে ছোপ রয়েছে, তাদের জন্য অত্যন্ত সহায়ক মুলতানি মাটি। মুখের রোমকূপের ময়লা ও ত্বকের মরা কোষ দূর করে ত্বককে উজ্জ্বল করে তোলে এটি।

* তৈলাক্ত ত্বকের যত্নে: তৈলাক্ত ত্বকের যত্নে মুলতানি মাটি বেশ জনপ্রিয়। যাদের তৈলাক্ত ত্বক, তারা মুলতানি মাটি ও গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগান। উপকার পাবেন। তবে যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত, তারা মুলতানি মাটির সঙ্গে টমেটোর রস, হলুদ, চন্দনের গুঁড়ার প্যাক বানিয়ে মুখে লাগাতে পারেন। ১০ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন। সপ্তাহে নিয়ম করে ২-৩ দিন এই প্যাক লাগান।

* ব্রণের দাগ দূর করতে সহায়ক: তৈলাক্ত ত্বক ছাড়াও ব্রণের দাগ দূর করতে সহায়ক মুলতানি মাটি। মুলতানি মাটির সঙ্গে কর্পূর, নিম পাতা, লবঙ্গ গুঁড়া করে মিশিয়ে প্যাক তৈরি করুন। এর সঙ্গে গোলাপ জলও মেশাতে পারেন। এই প্যাকটি নিয়ম করে সপ্তাহে ২ বার লাগান। নিয়মিত ব্যবহারে ত্বক দাগমুক্ত হবে।

* স্ক্রাবার: স্ক্রাবার হিসেবেও মুলতানি মাটি চমৎকার ভূমিকা পালন করে। মুলতানি মাটির সঙ্গে সামান্য গ্লিসারিন ও আমন্ড বা চিনির দানা মিশিয়ে মুখে লাগান। এবার হালকাভাবে মাখুন। মরা কোষের সঙ্গে ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডসের সমস্যা থেকেও সমাধান মিলবে।

সূত্র:risingbd.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/