সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / রামুতে গৃহবধূ ছালেহা হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রামুতে গৃহবধূ ছালেহা হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

https://coxview.com/wp-content/uploads/2021/09/Manobbandhon-Kamal-14-9-21.jpg.png

কামাল শিশির; রামু :

কক্সবাজার জেলার রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ৮ নং ওয়ার্ডের চেইন্দা এলাকায় ছালেহা বেগম নামের গৃহবধূ হত্যাকারীদের ফাঁসি চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় নাগরিক ঐক্য পরিষদের এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান ইউনূচ ভুট্টৌ।

তিনি বলেন, হত্যাকান্ডে জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সেই মামলায় ৪ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিরাও ছাড় পবে না। এলাকায় সব অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

সভায় বিশেষ অতিথি ছিলেন- জাতীয় মানবাধিকার সোসাইটির জেলা তথ্য বিষয়ক সম্পাদক মাস্টার জামাল উদ্দিন।

স্থানীয় মুরব্বি শফর আলীর সভাপতিত্বে বিক্ষোভে চেইন্দা কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা নূর মোহাম্মদ বারী, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ফরিদুল আলম, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ, সমাজসেবক মনোয়ার ইসলাম, ব্যবসায়ী কলিম উল্লাহ (রিয়াদ), আওয়ামী লীগ নেতা সৈয়দ আলম, ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সুরুত আলম, আইনজীবী সহকারী সৈয়দ নুর, ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসাইনসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ছালেহা বেগম (৩২)কে কোপাঘাত করে হত্যা করে প্রতিপক্ষরা। তিনি ওই এলাকার হাফেজ মাওলানা আলী জোহারের স্ত্রী।

ঘটনায় নেতৃত্বদানকারী আব্দুর রহমানসহ তার ছোট ভাই আব্দুল হাকিম, আব্দুল মালেক ও শ্যালক শফিউল আলমকে গ্রেফতার করে রামু থানা পুলিশ। তারা বর্তমানের কারান্তরীণ।

নিহত ছালেহা চার ছেলে সন্তানের জননী। ৭ মাসের একটি দুগ্ধজাত সন্তানও রয়েছে তার।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর কালিরছড়ায় অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে প্রার্থী হলেন নুরুল আমিন

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অসহায় ও হত দরিদ্র মানুষের মুখে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/