Home / প্রচ্ছদ / রামু হাসপাতালে প্রসবজনিত ফিস্টুলা প্রতিরোধে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

রামু হাসপাতালে প্রসবজনিত ফিস্টুলা প্রতিরোধে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

Ramuফিস্টুলা হোক নির্বাসিত, নারী হোক সম্মানীত এই প্রতিপাদ্য নিয়ে কক্সবাজারের রামু হাসপাতালে প্রসবজনিত ফিস্টুলা প্রতিরোধে ওরিয়েন্টেশন (অবহিতকরণ) ও পরিকল্পনা সভা ১৬ আগষ্ট অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. পুচনু, রিসোর্স পার্সন ছিলেন রামু স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আখতারুল ইসলাম ও ইউনিসেফ এর ফিল্ড নেট ওয়ার্কিং অফিসার শেখ মোহাম্মদ আনিসুর রহমান।

এতে রামু হাসপাতালের সকল মেডিকেল অফিসার, স্টাফ নার্স, উপ-সহকারী মেডিকেল অফিসার, মেডিকেল টেকনেলজিষ্ট, সকল স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারী উপস্থিত ছিলেন।

ওরিন্টেশনে জানানো হয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সরকারী সহায়তায় বিনামূল্যে ফিস্টুলার চিকিৎসা করা হয়। এ ব্যাপারে বিস্তরিত জানার জন্য রোগীদেরকে স্বাস্থ্যকর্মী বা সরকারী স্বাস্থ্য সেবাকেন্দ্রে যোগাযোগের পরামর্শ দেয়া হয়।

– খবর বিজ্ঞপ্তি।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/