সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / লামার লুলাইংয়ে ৪ ম্রো বসতবাড়ি ভস্মিভুত

লামার লুলাইংয়ে ৪ ম্রো বসতবাড়ি ভস্মিভুত

fire-lama-news-3-12-16-news-1pic-f1

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :

লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের দূর্গমে অবস্থিত লুলাইং নয়া পাড়ায় ৪টি ম্রো বসতবাড়ি সম্পূর্ণ ভষ্মিভুত হয়েছে। শুক্রবার দুপুরে একটি রান্না ঘরের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। প্রাথমিক হিসেবে ৪টি বাড়ির ক্ষয়ক্ষতির পরিমাণ ৫লাখ টাকা হবে বলে মৌজা হেডম্যান সিং পাস ম্রো জানিয়েছেন।

বিলম্বে প্রাপ্ত খবরে জানা গেছে, উপজেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পূর্বের দূর্গমে অবস্থিত লুলাইং নয়া পাড়ায় অগ্নিকান্ডের ঘটনায় ৪টি ম্রো অধিবাসির ঘরের সকল জিনিস পত্র পুড়ে যায়। ভস্মিভুত পরিবার গুলো হল, লাংছিং ম্রো, মুকাং ম্রো, কারবারি নেং অর ম্রো ও মেনলেং ম্রো। ৩০২নং লুলাইং মৌজার হেডম্যান চিং পাস ম্রো ব্যাক্তিগতভাবে প্রতি পরিবারকে ১হাজার টাকা করে সহায়তা প্রদান করেছেন। অগ্নিকান্ডের ২দিন অতিবাহিত হলেও সরকারী বা বে-সরকারী কোন ধরনের সগযোগিতা অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থরা পায়নি বলে জানা গেছে।

ভস্মিভুত পরিবারের লোকজন বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছে। গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা জানিয়েছেন, তিনি ঢাকায় অবস্থান করায় অগ্নিকান্ডের বিষয়টির ব্যাপারে দেলীতে অবগত হয়েছি।

লামা উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু বলেন, আমি শনিবার সন্ধ্যায় অগ্নিকান্ডের ঘটনাটি জানতে পারি।

 

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় চাম্পাতলী বৌদ্ধ বিহার আগুনে পুড়ে গেছে https://coxview.com/fire-rafiq-16-4-24-1/

লামায় চাম্পাতলী বৌদ্ধ বিহার আগুনে পুড়ে গেছে

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :পার্বত্য জেলা বান্দরবানের লামা পৌরসভার চাম্পাতলী বৌদ্ধ বিহারের চেরাং ঘরে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/