সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / লামায় কারিতাস সদস্যদের মাঝে মোবাইল বিতরণ

লামায় কারিতাস সদস্যদের মাঝে মোবাইল বিতরণ

Karitas - Rafiq -Lama 28.05.16 news 1pic (1)

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :

বান্দরবানের লামায় এনজিও কারিতাসের সিড়িঁ প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে মোবাইল বিতরণ করা হয়েছে। ২৮ মে শনিবার দুপুর ২টায় ইএসএলইপি (সিড়িঁ) প্রকল্পের লামা উপজেলা কার্যালয়ে ৪২ জন সদস্যদের মাঝে স্যামসাং ব্রান্ডের স্ক্রীণ টার্চ মোবাইল ফোন, সীম ও মেমোরী কার্ড বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কারিতাস সিঁড়ি প্রকল্পের মাঠ কর্মকর্তা জুয়েল তালুকদার, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, কারিতাস সিঁড়ি প্রকল্পের মাঠ সহায়ক হ্লামাচিং চাক, প্রিয়তোষ তংচংগ্যা ও সুবিধাভোগী সদস্যরা।

প্রান্তিক জনগোষ্ঠী মোবাইল, সীম ও মেমোরী পেয়ে আনন্দিত হয়। সদস্য গুংগাচন্দ্র ত্রিপুরা জানান, অর্থের অভাবে আমি মোবাইল কিনতে পারি নাই। এই মোবাইলটি আমার জীবন যাত্রায় আরো গতি এনে দেবে।

সদস্য মংমেচিং মার্মা বলেন, আমার বাড়ি দূর্গম এলাকায়। আমার মেয়ে দূরে লেখাপড়া করে। তার কোন খোঁজ খবর নিতে পারি না। এখন আমি মেয়ের খবরাখবর নিতে পারবো।

দরিদ্র শাহেনা বেগম বলেন, আমার স্বামী দোকানদার। তার বিকাশের ব্যবসা আছে। এই মোবাইলটি আমাদের ব্যবসার যথেষ্ট কাজে আসবে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় চাম্পাতলী বৌদ্ধ বিহার আগুনে পুড়ে গেছে https://coxview.com/fire-rafiq-16-4-24-1/

লামায় চাম্পাতলী বৌদ্ধ বিহার আগুনে পুড়ে গেছে

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :পার্বত্য জেলা বান্দরবানের লামা পৌরসভার চাম্পাতলী বৌদ্ধ বিহারের চেরাং ঘরে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/