সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / তথ্য ও প্রযুক্তি / লামায় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২ অনুষ্ঠিত

লামায় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২ অনুষ্ঠিত

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2022/01/Science-Olympiad-Rafiq-21.01.2022-_.jpg?resize=620%2C410&ssl=1

জাতীয় ও অলিম্পিয়াড পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান।

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

বাংলাদেশ বিজ্ঞান একাডেমী ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এর উদ্যোগে “বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২” প্রতিযোগিতা সরকারি মাতামুহুরী কলেজে লামায় অনুষ্ঠিত হয়েছে। ‘বিজ্ঞান শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে’ দেশের ৮টি বিভাগে ২৮টি কেন্দ্রে বিজ্ঞান অলিম্পিয়াড ২০২২ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২১ জানুয়ারী) সকাল ৯টায় জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় ও অলিম্পিয়াড পতাকা উত্তোলন করা হয়। লামা উপজেলা নির্বাহী অফিসার এর পক্ষে সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। বেলা ১০টায় লামা, আলীকদম উপজেলা ও কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মোট ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ৮৮ জন শিক্ষার্থী ও ৫টি কলেজের ৬৬ জন শিক্ষার্থীরা দেড় ঘন্টা ব্যাপী এক লিখিত পরীক্ষায় অংশ নেয়। মাধ্যমিক পর্যায়ে মধ্যহ্ন বিরতি শেষে বিকাল ৩টায় কলেজ চত্বরে ঘন্টাব্যাপী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে বিজ্ঞান প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়। শেষে কলেজ শিক্ষার্থীদের নিজস্ব উপস্থাপনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়।

সরকারি মাতামুহুরী কলেজ লামায় অনুষ্ঠিত বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় লামা, আলীকদম ও কক্সবাজারের চকরিয়া উপজেলার ৫টি কলেজ ও ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকৃত কলেজগুলো হচ্ছে, সরকারি মাতামুহুরী কলেজ লামা, সরকারি চকরিয়া কলেজ, চকরিয়া মহিলা কলেজ, ডুলাহাজারা কলেজ, কোয়ান্টাম কসমো কলেজ সরই লামা। মাধ্যমিক বিদ্যালয়গুলো হচ্ছে, লামা সরকারী উচ্চ বিদ্যালয়, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, লামামুখ উচ্চ বিদ্যালয়, আলীকদম সরকারী উচ্চ বিদ্যালয়, চকরিয়া গ্রামার স্কুল, কোরক বিদ্যাপীঠ চকরিয়া, রশিদ আহমদ উচ্চ বিদ্যালয় ও কোয়ান্টাম কসমো স্কুল সরই।

বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতার সমন্বয়কারী হিসাবে দায়িত্ব পালন করেন সরকারি মাতামুহুরী কলেজ লামার প্রভাষক মোহাম্মদ রুহুল আমিন। সরকারি মাতামুহুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান মানিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞান অলিম্পিয়াড ২০২২ প্রতিযোগিতায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান। অনুষ্ঠানে অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এর চকরিয়া শাখার প্রিন্সিপাল অফিসার ও ম্যানাজার অপারেশন মোঃ সোয়াইফ, সিনিয়র অফিসার ফারুক হোসাইন, জুনিয়র অফিসার মোঃ ফরহাদ, সরকারি মাতামুহুরী কলেজ লামার প্রভাষক মোহাম্মদ হোসেন, মোতাহের হোসেন, মোঃ মোনায়েম, রফিকুল ইসলাম খাঁ, গিয়াস উদ্দিন, ডুলাহাজারা কলেজের শিক্ষক প্রতিনিধি মনোয়ার হোসেন, চকরিয়া সরকারি কলেজ প্রতিনিধি জিয়াউল হক, চকরিয়া মহিলা কলেজের প্রতিনিধি নাছির উদ্দিন, কোয়ান্টাম কসমো কলেজের প্রতিনিধি আসাদ।

এছাড়া বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর কালিরছড়ায় অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে প্রার্থী হলেন নুরুল আমিন

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অসহায় ও হত দরিদ্র মানুষের মুখে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/