সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / লামায় শশুড়বাড়ির লোকজনের নির্যাতনে গৃহবধূর গর্ভের সন্তান নষ্ট, আদালতে মামলা

লামায় শশুড়বাড়ির লোকজনের নির্যাতনে গৃহবধূর গর্ভের সন্তান নষ্ট, আদালতে মামলা

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

পার্বত্য জেলা বান্দরবানের লামায় ৩ লাখ টাকা যৌতুকের দাবীতে স্বামী ও শশুড় বাড়ির লোকজন কর্তৃক অন্তসত্ত্বা গৃহবধূকে মারধর এবং নির্যাতনের ফলে ৬ সপ্তাহের গর্ভের সন্তান নষ্ট, এমন অভিযোগ এনে আদালতে মামলা করেছেন শারমিন আক্তার (২০) নামে এক গৃহবধূ। সে লামা পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক বিলছড়ি এলাকার মোঃ শাহজাহান এর মেয়ে।

বুধবার (২৯ জুলাই) লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সুপ্রীম কোর্টের আইনজীবি এ্যাডভোকেট মামুন মিয়া মামলার বাদীর পক্ষে অভিযোগটি উপস্থাপন করেন। বিজ্ঞ সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি নিয়মিত এজাহার হিসাবে আমলে নিতে লামা থানাকে নির্দেশ প্রদান করেন।

এ্যাডভোকেট মামুন মিয়া বলেন, বাদীর আনিত অভিযোগের ভিত্তিতে আমরা ৩২৩/৩০৭/৩১২/ ৩১৩/৩৫৪/৫০৬/৩৪ দন্ড বিধিতে মামলাটি উপস্থাপন করি। মামলার বাদী গৃহবধূ শারমিন আক্তার তার স্বামী- নুর আলম, শশুড় রুহুল আমি ও শাশুড়ি লুৎফা বেগম কে মামলায় আসামী করেন।

আদালতে দায়ের করা মামলা সূত্রে জানা যায়, লামা পৌরসভার সাবেক বিলছড়ি সিলেটি পাড়ার বাসিন্দা মোঃ শাহজাহান এর মেয়ে শারমিন আক্তারকে একই গ্রামের বাসিন্দা রুহুল আমিন এর ছেলে নুর আলমের সাথে গত ২৮ আগষ্ট ২০১৯ইং বিবাহ দেন। বিবাহের পর সংসার ৩/৪ মাস সুখের হলেও তারপর থেকে শারমিনের জীবনে নেমে আসে অমানবিক নির্যাতন। তার শশুড়-শাশুড়ির কু-প্ররোচনায় স্বামী নুর আলম ৩ লাখ টাকা যৌতুক দাবী করে। যৌতুক না দেয়ায় প্রথম দিকে মানসিকভাবে নির্যাতন ও ধীরে ধীরে শারীরিক নির্যাতন শুরু করে।

গত ১৬ জুলাই ২০২০ইং যৌতুকের টাকা না পূর্ব-পরিকল্পিতভাবে রাত ১০টা হতে রাত ১টা পর্যন্ত হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র, লাথি, কিল, ঘুষি মেরে তলপেঠ, হাতে, মুখে, বুকে সহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে। এসময় তাদের পার্শ্ববিক নির্যাতনে গৃহবধূ শারমিনের ৬ সপ্তাহের গর্ভের অন্তসত্ত্বা সন্তান নষ্ট হয়ে যায়। খবর পেয়ে আমার বাবা শশুড় বাড়ি থেকে চিকিৎসার জন্য লামা হাসপাতালে নিয়ে আসে। পরে অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার মেডিকেল হাসপাতালে রেফার করা হয়।

এই বিষয়ে জানতে শারমিন আক্তারের স্বামী নুর আলমের নাম্বারে একাধিকবার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি। তার শশুড় রুহুল আমিন বলেন, আমরাও বিষয়টি আইনীভাবে মোকাবেলা করব।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় দিনেদুপুরে অসহায় আবুল হাসেমের জায়গা দখল নিতে প্রতিপক্ষের হামলা

  নিজস্ব প্রতিনিধি; লামা-আলীকদম :বান্দরবানের লামায় অসহায় এক পান ব্যবসায়ীর ১৮ বছরের ভোগদখলীয় জায়গা জবরদখলের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/