সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / তথ্য ও প্রযুক্তি / ‘লিপ রিডিং’ প্রযুক্তি উদ্ভাবন করলেন ব্রিটিশ বিজ্ঞানীরা

‘লিপ রিডিং’ প্রযুক্তি উদ্ভাবন করলেন ব্রিটিশ বিজ্ঞানীরা

29-3-2016   - 003   lip reading

লোকের ঠোঁট নড়া দেখে তারা কি বলছে তা জানা যাবে এমন এক প্রযুক্তি উদ্ভাবন করেছে ব্রিটিশ বিজ্ঞানীরা।

ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়ার গবেষকরা বলছেন, তাদের এই ‘লিপ রিডিং’ প্রযুক্তি অপরাধ এবং সন্ত্রাসবাদের মোকাবেলায় খুবই সহায়ক হবে।

লোকজনের কথা বলার দৃশ্য যদি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে, সেই ফুটেজ বিশ্লেষণ করেই এই প্রযুক্তি বের করে ফেলতে পারবে, তারা কি বলছিল।

গবেষকরা বলছেন, কেবল অপরাধ দমনে নয়, এই প্রযুক্তি সাংবাদিকদেরও বিরাট কাজে লাগবে। যারা ‘সেলিব্রেটিদের’ খবরের পেছনে ঘুরে, তাদের জন্য এটা হবে এক বিরাট হাতিয়ার।

‘লিপ রিডিং’ বিশেষজ্ঞরা এখন ‘পি’ এবং ‘বি’ এর মতো ধ্বনির মধ্যে তফাৎ করতে পারেন না। কিন্তু এই নতুন প্রযুক্তি নাকি ‘ঠোঁট নড়া’ দেখে সঠিকভাবে বলতে পারবে লোকে কখন ‘পি’ বা ‘বি’ বলছে।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উদ্ভাবনেও এই প্রযু্ক্তি সহায়ক হবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।

সূত্র: বিবিসি/শীর্ষনিউজডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Missile-Iran.jpg

শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী ইরানের হাইপারসনিক

‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। অনলাইন ডেস্ক : ইরান তাদের প্রথম হাইপারসনিক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/