সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / লড়াই এখন হাড্ডাহাড্ডি

লড়াই এখন হাড্ডাহাড্ডি

trump-hilari

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ প্রায় শেষ। পাশাপাশি চলছে গণনাও।

ইতিমধ্যে ৪০টি রাজের ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২৪ রাজ্যে ট্রাম্প ও ১৬ রাজ্যে হিলারি জয়ী হয়েছেন।

এসব রাজ্যে হিলারি ২০৯টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। তবে ট্রাম্প ২৩২টি ইলেকটোরাল ভোট পেয়ে এগিয়ে আছেন।

ট্রাম্প জয় পেয়েছেন টেক্সাস ও ফ্লোরিডায়। এ দুই রাজ্যে ইলেকটোরাল ভোটের সংখ্যা ৩৮ ও ২৯। অর্থাৎ ট্রাম্প এ দুই রাজ্যেই পেয়েছেন ৭৭টি ইলেকটোরাল ভোট। এ ছাড়া ট্রাম্প ওহাইও ও নর্থ ক্যারোলিনায় জয় পেয়েছেন। কেনটাকিতে জয় পেয়েছেন হিলারি ক্লিনটন।

ট্রাম্প এগিয়ে রয়েছেন আরকানসাস, আলাবামা, ইন্ডিয়ানা, ওয়েস্ট ভার্জিনিয়া, মিসিসিপি, সাউথ ক্যারোলিনা, কানসাস, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা, টেনেসি, ওকলাহোমা, ওয়াইওমিং ও নেব্রাস্কায়।

হিলারি এগিয়ে আছেন নিউ ইয়র্ক, পেলসিলভেনিয়া, ভারমন্ট, নিউ জার্সি, ওয়াশিংটন ডিসি, ম্যাসাচুসেটস, ম্যারিল্যান্ড, ডেলাওয়ার, ইলিনয়, কেনটাকি ও রোড আইল্যান্ডে।

সবচেয়ে বেশি ইলেকটোরাল ভোটের রাজ্য ক্যালিফোর্নিয়ায় এখনো ভোটগ্রহণ চলছে। সেখানে ইলেকটোরাল ভোট রয়েছে ৫৫টি। এ রাজ্যের ফল সার্বিক নির্বাচনের ফল পাল্টে দিতে পারে।
সূত্র: risingbd.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁও উপজেলার ৪৫টি ওয়ার্ডে নির্বাচনী আমেজ : নবীন-প্রবীন প্রার্থীরা মাঠে

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে, ততই ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/