সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শীতে গোড়ালি ফেটে যাওয়ার আগেই যত্ন নিন

শীতে গোড়ালি ফেটে যাওয়ার আগেই যত্ন নিন

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2022/01/Health-Foot.jpg?resize=620%2C388&ssl=1

শীতে গোড়ালি ফেটে যাওয়ার আগেই যত্ন নিন

অনলাইন ডেস্ক :
শীতে আবহাওয়ার পরিবর্তনের কারণে ত্বক শুষ্ক হয়ে যায়। ময়েশ্চারের অভাবে হাত ও পায়ের ত্বক রুক্ষ হয়ে পড়ে। ফলে মানুষের মধ্যেই পায়ের গোড়ালি ফাটার সমস্যা দেখা দেয়। শীতকালে গোড়ালি ফাটার সমস্যা অতিপরিচিত। শীতের সময় ছাড়াও বছরের অন্য সময়েও অনেকের পা ফাটে। অনেকের গোড়ালি ফেটে পা থেকে রক্ত ঝরে। শরীরে থাইরয়েডের সমস্যা এবং খনিজ, ভিটামিন এবং অন্যান্য পুষ্টির ঘাটতি থাকলে গোড়ালি বেশি ফেটে যায়। এ ছাড়া পায়ের পাতা ভালোভাবে পরিষ্কার না করা, ত্বক শুষ্ক হয়ে পড়াও গোড়ালি ফাটার অন্যতম কারণ।

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2022/01/Health-Foot-2.jpg?resize=540%2C309&ssl=1

গ্লিসারিন আর গোলাপ জল মিশিয়ে ঘরোয়া প্যাক

গোড়ালি ফেটে গেলে করণীয়

> প্রতিদিন গোসলের সময় পিউমিক স্টোন দিয়ে গোড়ালি পরিষ্কার করে নিন। এরপর গসল করে সারা গায়ে যখন ময়েশ্চারাইজার মাখবেন, তা মাখুন পায়ের পাতার ওপরে ও নিচে।
> রাতে শোওয়ার সময় ফুট ক্রিম ব্যবহার করুন। সপ্তাহে দুই থেকে তিন দিন গরম পানিতে পা চুবিয়ে রেখে পরিষ্কার করে নিন।
> গ্লিসারিন আর গোলাপ জল মিশিয়ে ঘরোয়া প্যাক বানিয়ে সেটাও ফাটা গোড়ালিতে ব্যবহার করতে পারেন। লাগাতে পারেন নারকেল তেলও।
> ডায়াবেটিসের রোগীরা পা ফেটে গিয়ে রক্ত বের হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
> বেশি করে পানি খেতে হবে।
> ঘরে সবসময় জুতা ব্যবহার করুন ও পায়ের পাতা পরিষ্কার রাখুন।
> পাকা কলা চটকে তার সাথে মধু আর অ্যাভোকাডো মিশিয়ে প্যাক বানিয়ে তা পায়ে লাগাতে পারেন।
> চালের গুঁড়া, মধু, লেবুর রস, দুধের সর দিয়ে ঘরোয়া স্ক্রাব তৈরি করে নিন। এই প্যাক লাগিয়ে খানিকক্ষণ রাখুন। শুকনো হয়ে গেলে ঘষে ঘষে তুলে নিন।

ভালো জুতো পরুনঃ সবসময় আরামদায়ক জুতো ব্যবহার করুন এবং টাইট জুতো পরা থেকে বিরত থাকুন। সবসময় চেষ্টা করুন এগুলো পরিষ্কার রাখার।

শীতের বাড়তি যত্নঃ গোসলের পরে এবং রাতে ঘুমোবার আগে গ্লিসারিন, ভিটামিন ই সমৃদ্ধ ভালো কোন ক্রিম বা ময়েসচারাইজার অথবা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/