সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / স্বামী প্রেসিডেন্ট, স্ত্রী ভাইস প্রেসিডেন্ট!

স্বামী প্রেসিডেন্ট, স্ত্রী ভাইস প্রেসিডেন্ট!

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর্তেগা ও তার স্ত্রী মুরিলো

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর্তেগা ও তার স্ত্রী মুরিলো

চতুর্থ মেয়াদে নিকারাগুয়ার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ড্যানিয়েল ওর্তেগা।

তবে এবার চমক হয়ে সরকারের আসছেন তার স্ত্রী রোসারিও মুরিলো।

প্রেসিডেন্ট নির্বাচনে রোববার ভোট গ্রহণ হয়। ৬৬ শতাংশ গণনাকৃত ভোটের হিসাবে প্রায় ৭৩ শতাংশ ভোট পেয়েছেন ওর্তেগা। এ চিত্র ‘ভূমিধস’ জয়ের ইঙ্গিত।

সিএনএন অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

নিকারাগুয়ার রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিন ধরে ছায়া প্রেসিডেন্ট বা সহযোগী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মুরিলো। এবার তিনি নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন। ভোটের রায় অনুযায়ী, তার ওপর দেশের জনগণ সন্তুষ্ট।

আগস্ট মাসে স্বামী-স্ত্রী নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দেন। সে সময় ওর্তেগা বলেন, এতদিন যাদের রানিংমেট অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট পদে বেছে নিয়েছেন, তার মধ্যে তার স্ত্রী মুরিলোই উত্তম।

বারবার নির্বাচনে জিতলেও ওর্তেগা ও তার স্ত্রীর বিরুদ্ধে পরিবারিক শাসন কায়েমের অভিযোগ রয়েছে। তা ছাড়া ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অনেক পুরোনো।

নিকারাগুয়ার সংবিধানে ক্ষমতাসীন প্রেসিডেন্টের আত্মীয়-স্বজন ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে পারবেন না বলে উল্লেখ থাকলেও দেশটির সুপ্রিম কোর্ট বলেছেন, ওর্তেগা ও মুরিলোর জন্য তা বাধার কারণ হতে পারে না।

সূত্র:risingbd.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Missile-Iran.jpg

শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী ইরানের হাইপারসনিক

‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। অনলাইন ডেস্ক : ইরান তাদের প্রথম হাইপারসনিক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/