সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / হুমেলসের সুর ধরলেন জার্মানি কোচ

হুমেলসের সুর ধরলেন জার্মানি কোচ

Sports- Garman- 8-7-16

২০১২ সাল থেকে ১৬ দলের পরিবর্তে ২৪ দল নিয়ে আয়োজন করা হচ্ছে ইউরো চ্যাম্পিয়নশিপ। এটা বেশি লম্বা টুর্নামেন্ট হয়ে যাচ্ছে। যা আসর ও খেলার মানকে ক্ষুণ্ন করছে। এমনটাই মনে করেন জার্মানির ডিফেন্ডার ম্যাটস হুমেলস। সেমিফাইনালে হারের পর হুমেলসের সুর ধরলেন দলটির কোচ জোয়াকিম লো।

হুমেলস বলেন, ‘ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মতো আসরে এটা প্রত্যাশিত নয় যে এতোগুলো দল নিয়ে আসর বসবে। অনেক দলই আছে যাদের খেলোয়াড়রা বলে নজর রাখে না। বলের পেছনের মানুষটাকে নজরে রাখে। আমরা সেমিফাইনালে নিজেদের সেরাটা ঢেলে দিয়েছি। তবে দিনটা আমাদের ছিল না।’

জোয়াকিম লো বলেন, ‘আমি মনে করি, ২৪ দল অনেক বেশি হয়ে যায়। বিশ্বকাপ নাকি ৪০ দল নিয়ে আয়োজন করার চেষ্টা চলছে। এটাও বেশি হতে যাচ্ছে। দীর্ঘ সময় ধরে আসর চললে একটা সমস্যা। মাঝেমাঝে ফুটবলকে উপভোগ করার মতো অনুভূতি থাকে না। আসরের মান হারিয়ে যায়।’

ম্যাচ শেষে টনি ক্রুস বলেন, ‘এবারের ইউরোতে নিজেদের সেরা পারফরম্যান্স উপহার দিয়েছি আমরা। সেমিতে ২ গোলে হেরে যাওয়াটা অদ্ভুতই। আমরা ম্যাচটা নিয়ন্ত্রণেই রেখেছিলাম!’

সূত্র:banglamail24.com

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/08/Sports-Martin-David-Crowe-Birthday-Day.jpg

২২ সেপ্টেম্বর; ইতিহাসের এইদিনে

নিউজিল্যান্ডের বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেট তারকা, ধারাভাষ্যকার ও লেখক তাছাড়া ১৯৮৫ সালে উইজডেন কর্তৃক তিনি বর্ষসেরা ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/