সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / ১০টার অনুষ্ঠান ১২টায় : সভাপতি অনুপস্থিত

১০টার অনুষ্ঠান ১২টায় : সভাপতি অনুপস্থিত

School - Rafiq - Lama 31.07.16 news 1pic f2

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

লামা সরকারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান ৩১ জুলাই রবিবার বেলা ১২টায় অনুষ্ঠিত হয়েছে। আমন্ত্রণ পত্রে ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও সভাপতির অনুপস্থিতির কারণে অনুষ্ঠান বিলম্বে শুরু হয়।

নির্ধারিত সভাপতি লামা উপজেলা নির্বাহী অফিসার না আসায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোক্তার হোসেন কুতুবী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, ফাতেমা পারুল, লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম, লামা উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান সহ প্রমুখ।

স্বাগত বক্তব্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোক্তার হোসেন কুতুবী বলেন, বিদ্যালয়ে ৮শত ১৬জন ছাত্র-ছাত্রী রয়েছে। বিদ্যালয়ে ২৭ জন শিক্ষকের সৃষ্ট পদের বিপরীতে আমাদের শিক্ষক রয়েছে ৮জন শিক্ষক। শিক্ষক স্বল্পতার কারণে ৫জন খন্ডকালীন শিক্ষক দিয়ে শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল বলেন, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ সহ সকল সমস্যা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়ের সাথে আলোচনা করে শীঘ্রই সমাধান করা হবে।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান/২০১৬ এর বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/04/Thermometer-Hit-Hot.jpg

বৃষ্টির সম্ভাবনা নেই, রাতে বাড়বে গরম

অনলাইন ডেস্ক : ঢাকাসহ দেশের কোনো বিভাগেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/