সাম্প্রতিক....
Home / জাতীয় / ১২ মাসের ১২ ছবিতে ২০১৬

১২ মাসের ১২ ছবিতে ২০১৬

ছবি কথা বলে। ছবি ইতিহাস। ছবিই স্মৃতির মলাট। কথাগুলো এভাবে বা অন্যভাবে যেভাবেই বলি না কেন, ছবির ভাষা বলে বোঝানো যাবে না। ছবি সময়ের সাক্ষ্য দেয়। অতীতের ফ্রেমগুলো কখনো কাঁদায়, কখনো হাসায়।

সূর্যোদয়-সূর্যাস্তের স্বাভাবিক নিয়মে ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে ক্যালেন্ডারের পাতা শেষ হয়ে এল। বিদায় নিচ্ছে একটি বছর- ২০১৬ সাল। এই সালে বিশ্ববাসীর মনে দাগ কেটেছে, এমন কিছু ঘটনার ছবি নিয়ে পাঠকদের জন্য তুলে ধরা হলো ‘১২ মাসের ১২ ছবি’।

জানুয়ারি : ওবামার চোখে জল

স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে বন্দুক হামলায় নিহত শিক্ষার্থীদের বাবা-মায়ের সামনে অস্ত্র নিয়ন্ত্রণ আইন নিয়ে কথা বলার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার চোখ ভিজে যায় জলে। রাজনৈতিক নেতারা সাধারণত জনসমক্ষে তাদের প্রকৃত আবেগ প্রকাশ করেন না। কিন্তু বিষয়টি তাকে এতটাই স্পর্শ করে যে, চোখের পানি আড়াল করতে পারেননি তিনি। ছবি : চিপ সমোডিভিলা

ফেব্রুয়ারি : আলেপ্পোর কামান

বছরজুড়ে খবরে ছিল আলেপ্পো যুদ্ধ। মানবসভ্যতার সবচেয়ে প্রাচীন জনপদ হিসেবে ধরা হয় সিরিয়ার এই জনপদকে। সিরীয় বাহিনী, রুশ বাহিনী, বিদ্রোহী বাহিনী, ইসলামিক স্টেট (আইএস), যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট এই শহরের দখলে লড়াইয়ে মেনে ধ্বংস উন্মাদনায় মেতে ওঠে। শহরটি পতিত জনপদ ছাড়া কিছুই নয়। ফেব্রুয়ারি মাসে ট্যাংক থেকে গোলা ছোড়ার মুহূর্তে ধারণ করা ছবিটি সহিংসতার প্রতীক হলেও চিত্রগুণের সৌন্দর্যে তা বিরল ক্যানভাস। ছবি : মুস্তাফা সুলতান, আনাদোলু নিউজ এজেন্সি

মার্চ : ব্রাসেলস বিমানবন্দরে হামলা

ব্রাসেলস বিমানবন্দরে কয়েকটি বোমা বিস্ফোরণ হয়। জর্জিয়ান টিভি সাংবাদিক কেটিভান কারদাভার কাছেই বিস্ফোরণ হয়, তবে তিনি অক্ষত ছিলেন। এ সময় তার মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করেন হামলায় আহতদের দৃশ্য। ছবিগুলোর মাধ্যমে তাৎক্ষণিকভাবে হামলার নৃশংসতা মানুষের কাছে পৌঁছাতে থাকে। মানুষের কাছে থাকা খুদে মোবাইল ফোন যেকোনো অবস্থার তাৎক্ষণিক বর্ণনায় কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তার উৎকৃষ্ট দৃষ্টান্ত এটি।

 

 

এপ্রিল : দিলমা রুসেফের পক্ষে সমাবেশে নৃত্য

ব্রাজিলে রিও অলিম্পিকের আগে প্রেসিডেন্ট দিলমা রুসেফের অভিশংসন নিয়ে পক্ষে-বিপক্ষে বিক্ষোভ ও সমাবেশে উত্তাল অবস্থা বিরাজ করছিল। রুসেফের পক্ষে এক সমাবেশে অংশ নেওয়া কয়েকজন নারী নৃত্য করছিলেন। চিত্রগ্রাহক মারিও তামা এই নৃত্যের একটি ছবি তোলেন। তবে তিনি বলেছিলেন, কেন এই নৃত্য, তা তিনি জানেন না, তাতে তার কিছু যায় আসেও না। তবে ছবিটি বাঁধাই করে রাখার মতো।

মে : দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনে হামলার চিত্রের সঙ্গে বর্তমানের তুলনা

১৯৪০-৪১ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনে জার্মান বাহিনীর হামলায় বিধ্বস্ত চিত্রের সঙ্গে বর্তমানের সেই স্থানের তুলনামূলক চিত্র তৈরি করেছেন জিম ডিসন, যা মে মাসে প্রকাশিত হয়। ঐতিহাসিক গুরুত্বে ছবিটি সমাদৃত হয়।

জুন : রাশিয়া ও ইংল্যান্ডের ফুটবল ভক্তদের সংঘর্ষ

ফ্রান্সে অনুষ্ঠিত ইউরো-২০১৬ আসরে ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যকার ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দুই দেশের ভক্ত-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ থামাতে ফরাসি পুলিশ টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করে। টিয়ার গ্যাসের ধোঁয়ার মধ্যে একটি চেয়ার, একটি বোতল এবং একজন পর্যুদস্ত মানুষ মিলে দারুণ এক ফ্রেম তৈরি হয়েছে। ছবি : কার্ল কোর্ট

 

জুলাই : তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানে পরাস্ত সেনারা

তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানচেষ্টার পরের দিন সকালে পরাস্ত সেনাদের পেটাচ্ছে জনতা। জনগণের পিটুনি খাওয়াই শেষ নয়, তাদের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে, তা নিয়েও সেনাদের চোখেমুখে ছিল শঙ্কা। ছবি : আনাদোলু নিউজ এজেন্সি

 

আগস্ট : রিও অলিম্পিকে মারাকানা স্টেডিয়াম

রিও অলিম্পিকের জন্য প্রস্তুত মারাকানা স্টেডিয়ামে আলোকোৎসব। ব্রাজিলের গৌরবের দ্যুতি হিসেবে এভাবেই আলোকময় করা হয় স্টেডিয়াম। তবে আলোর ঝলকের আড়ালে দরিদ্র ব্রাজিলের এক করুণ রূপও এ ছবিতে উঠে এসেছে। ছবি : মারিও তামা

সেপ্টেম্বর : কিরগিজস্তানের ওয়ার্ল্ড নোম্যাড গেমস

কিরগিজস্তানের ঐতিহ্যবাহী নোম্যাড গেমসের একটি দৃশ্য এটি। এটি কোনো প্রতিযোগিতা নয়, প্রদর্শনমাত্র। ঘোড়া, সওয়ার, তির-ধনুক, আগুন মিলে রাতে এক চিত্তগ্রাহী পরিবেশের সৃষ্টি করে। এত সুন্দর দৃশ্য অলিম্পিকেও থাকতে পারে! ছবি : অলিভা হ্যারিস

 

অক্টোবর : মসুলের তেলক্ষেত্রে আইএসের আগুন ও সভ্যতা

ইরাকের মসুল শহরের দখল-পুনর্দখলের লড়াইয়ে আইএস একটি তেলক্ষেত্রে আগুন ধরিয়ে দেয়। এতে পুরো আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। আগুন ও কালো ধোঁয়ার সামনে লাল ফ্রেমের বাইসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা শিশুটি মসুলের নিঃশেষপ্রায় সভ্যতার প্রতীক যেন। ছবি : কার্ল কোর্ট

 

 

নভেম্বর : ট্রাম্প-ওবামার লোক দেখানো করমর্দন

৮ নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর তিনি প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে হোয়াইট হাউসে দেখা করতে যান। দুজন দুই মেরুর মানুষ। ট্রাম্পের কট্টর সমালোচক ওবামা। তারপরও সৌজন্য সাক্ষাতে ট্রাম্প-ওবামা হাত মেলান। এই হাত মেলানো অতটা সহজ ছিল না, তবু লোক দেখানো করমর্দন করেছেন তারা। ছবি : উইন ম্যাকনামি

 

ডিসেম্বর : ফিদেল কাস্ত্রোর শেষযাত্রা

ফিদেল কাস্ত্রোর মৃত্যুর পর তার দেহভস্ম হাভানায় আনা হলে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ভক্ত-সমর্থকরা শ্রদ্ধা জানায়। মৃত্যুর আগে ফিদেলকে নিয়ে নানা সমালোচনা থাকলেও তার মৃত্যুতে পুরো বিশ্ব যেন শোকে মুহ্যমান হয়ে পড়ে। মহান নেতা নেলসন ম্যান্ডেলার বেলায়ও এমন হয়েছিল। ম্যান্ডেলা যখন বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেন, তখন বিশ্বের অনেক বাঘা বাঘা নেতা তাকে গুন্ডা, গোঁয়াড়, সন্ত্রাসী বলেছিলেন। মৃত্যুর পর তারাই তাকে শ্রদ্ধা জানান। ফিদেলের বেলায়ও এমন হয়েছে। ছবি : চিপ সমোডিভিলা

সূত্র:রাসেল পারভেজ/risingbd.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

রামুতে তরমুজের দাম চডা :হিমশিম খাচ্ছে ক্রেতারা

  কামাল শিশির; রামু :কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন স্থানে পবিত্র মাহে রমজানের শুরুতে বিভিন্ন এলাকায় ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/