সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অর্থনীতি / ২৫ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ১৬ হাজার কোটি টাকা 

২৫ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ১৬ হাজার কোটি টাকা 

অনলাইন ডেস্ক :
দেশে ডলারসংকট কাটাতে সরকার প্রবাস আয় বাড়াতে নানা ধরনের সুবিধা দিয়েছে। শর্তাদিও শিথিল করেছে। রেমিট্যান্স আনতে বিভিন্ন ছাড় ও সুবিধা দেওয়ার পর মিলছে ইতিবাচক সাড়া। এতে বৈধ চ্যানেলে রেমিট্যান্স বাড়তে শুরু করেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের মধ্যে ইতিবাচক ধারায় ফিরেছে রেমিট্যান্স।

রোববার (২৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স সংক্রান্ত প্রতিবেদনে অনুযায়ী, চলতি আগস্ট মাসের প্রথম ২৫ দিনে দেশে ১৭২ কোটি ৯৩ লাখ বা ১.৭৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে।

বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ (প্রতি ডলার ৯৫ টাকা হিসাবে) প্রায় ১৬ হাজার ৪২৯ কোটি টাকা। এ ধারা অব্যাহত থাকলে পুরো আগস্ট মাসে ২১৪ কোটি ডলারের রেমিট্যান্স আসার সম্ভাবনা রয়েছে। ২৫ দিনে ১৭২ কোটি ৯৩ লাখ ডলারের মধ্যে রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের মাধ্যমে এসেছে ৩১ কোটি ৫০ লাখ ডলার। বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে দুই কোটি ১০ লাখ ডলার। আর বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩৮ কোটি ৬৯ লাখ ডলারের রেমিট্যান্স।

আলোচিত সময়ের মধ্যে বরাবরের মতো সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। বেসরকারি খাতের এ ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৫ কোটি ৬২ লাখ ডলারের রেমিট্যান্স। এর পরই রয়েছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। এ ব্যাংকের মাধ্যমে এসেছে ১১ কোটি ডলার। এ ছাড়া আগের মাস জুলাইয়ে ২০৯ কোটি ৬৯ লাখ ডলার বা প্রায় ২০ হাজার কোটি টাকার রেমিট্যান্স এসেছে দেশে। চলতি বছরের জুনে এসেছিল ১৮৩ কোটি ৭২ লাখ ডলার, মে মাসে এসেছিল ১৮৮ কোটি ৫৩ লাখ ডলারের রেমিট্যান্স। ২০২১-২২ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন দুই হাজার ১০৩ কোটি ডলার।

বেশি টাকার লোভে ব্যাংকিং চ্যানেলের চেয়েও ভিন্ন পথে টাকা পাঠাচ্ছেন অনেকে। এ কারণেই বৈধ পথে প্রবাসী আয়ের প্রবাহ কম হয় বলে জানান তারা। এ জন্য তারা ব্যাংকের সঙ্গে খোলাবাজারের ডলারের দামের ব্যবধান কমানোর পরামর্শ দিয়েছেন।

২০২১-২০২২ অর্থবছরে ২ হাজার ১০৩ কোটি ডলার দেশে পাঠান প্রবাসীরা। আগের অর্থবছরের চেয়ে যা ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার কম। ২০২০-২০২১ অর্থবছরে আসে ২ হাজার ৪৭৮ কোটি ডলার।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

রামুতে তরমুজের দাম চডা :হিমশিম খাচ্ছে ক্রেতারা

  কামাল শিশির; রামু :কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন স্থানে পবিত্র মাহে রমজানের শুরুতে বিভিন্ন এলাকায় ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/